খুলল তারাপীঠ মন্দির, তবে এবার ভক্তদের জন্য থাকছে অনেক বিধিনিষেধ

Aug 24, 2020, 11:49 AM IST
1/5

নিজস্ব প্রতিবেদন : সমস্ত বিধিনিষেধ মেনে আজ থেকে খুলে গেল তারাপীঠ মন্দির। আজ থেকে আবার প্রতিমা দর্শন ও পুজো দিতে পারবেন পুণ্যার্থীরা। 

2/5

মন্দিরে আগত দর্শনার্থীদের ক্ষেত্রে মানা হচ্ছে সমস্ত রকমের স্বাস্থ্যবিধি। মন্দিরের গেটে বসানো হয়েছে স্যানিটাইজার টানেল। 

3/5

সেই টানেলের ভিতর দিয়ে মন্দিরে প্রবেশ করতে হচ্ছে ভক্তদের। এছড়াও, মন্দিরের গর্ভগৃহে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। 

4/5

তাই বাইরে থেকে দাঁড়িয়েই পুজো দিতে হচ্ছে। তারাপীঠ মন্দির খুলে যাওয়ায় আশার আলো দেখছেন ওই এলাকার ব্যবসাদার থেকে হোটেল মালিকরা।

5/5

উল্লেখ্য, করোনার কারণে মার্চ মাস থেকে জারি হয় লকডাউন। সংক্রমণ ঠেকাতে তখন থেকেই বন্ধ করে দেওয়া হয়েছিল তারাপীঠ মন্দির।