Manabendra Mukhopadhyay: সেদিন মানবেন্দ্রের গানের পরীক্ষা নিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়...
বিংশ শতাব্দীর পঞ্চাশ, ষাট ও সত্তরের দশকে বাংলা গান চমৎকারিত্বের উচ্চতম পর্যায়ে পৌঁছেছিল। সেই সময়কালকে বাংলা আধুনিক গানের স্বর্ণযুগ বলা হয়। সেই স্বর্ণযুগের সময়েই, ১৯৫০-এর দশকে মানবেন্দ্র বাংলা গানের জগতে প্রবেশ করেন।
সৌমিত্র সেন: গেয়েছেন সলিল চৌধুরী থেকে শুরু করে প্রবীর মজুমদারের সুরে। অসাধারণ তাঁর স্কিল। ১১ অগস্ট কলকাতায় জন্ম। মানবেন্দ্র মুখোপাধ্যায়। একজন অসাধারণ সঙ্গীতশিল্পী ও সুরকার। বহু বাংলা আধুনিক গান বাংলা ছবির গান এবং নজরুলগীতি গেয়েছেন। বিংশ শতাব্দীর পঞ্চাশ, ষাট ও সত্তরের দশকে বাংলা গান চমৎকারিত্বের উচ্চতম পর্যায়ে পৌঁছেছিল। সেই সময়কালকে বাংলা আধুনিক গানের স্বর্ণযুগ বলা হয়। সেই স্বর্ণযুগের সময়েই, ১৯৫০-এর দশকে মানবেন্দ্র বাংলা গানের জগতে প্রবেশ করেন। তার কণ্ঠের স্বতন্ত্রতা শ্রোতাদের কাছে বরাবর প্রিয় ছিল।
1/6
জার্নি শুরু
2/6
প্লে-ব্যাকে কিছু নামধাম
photos
TRENDING NOW
3/6
প্রথম বাধা
4/6
আশাভঙ্গ
5/6
হালে পানি
6/6
তারাশঙ্করের মুখে তৃপ্তির হাসি
তারাবাবু বললেন, মহাতাপ (উত্তমকুমার) গাজনে শিব সেজে নৃত্য করছে। শুনে গানের কথা হাতে নিলেন মানবেন্দ্র। দেখলেন লেখা আথে-- শিব হে/অশিব শঙ্কর…। ঢাকের তাল মাথায় রেখে কীর্তনের ঢঙে সুর বেঁধে গাইতে লাগলেন মানবেন্দ্র। কিছুক্ষণ বাদে দেখেন তারাশঙ্করও উঠে পড়েছেন। মুখে তৃপ্তির হাসি। গান থামলে নির্মল দে-কে তারাবাবু বললেন, ঠিক জনকেই এনেছ। এই-ই পারবে। উত্তমের ব্যক্তিগত বন্ধু আগে-পরে উত্তমের সঙ্গে বহু কাজ করেছেন। আবার উত্তমের প্রস্তাব ফিরিয়েও দিয়েছিলেন একবার। বহুজন পরিচালকের সঙ্গে একইি ছবির সঙ্গীত পরিচালনার কাজ করতে চাননি বলে শোনা গিয়েছিল। সব মিলিয়েই মানবেন্দ্র ছিলেন দারুণ এক চরিত্র।
photos