যাত্রী পরিষেবা শুরু তারাতলা-জোকা মেট্রোয়, ফার্স্ট বয় সেই প্রভাত-ই

Jan 02, 2023, 11:25 AM IST
1/7

অয়ন ঘোষাল: শুক্রবার আনুষ্ঠানিক উদ্বোধনের পর সোমবার সকাল থেকে যাত্রী পরিষেবা শুরু হল তারাতলা-জোকা মেট্রোর। মমতা বন্দ্যোপাধ্য়ায় তখন রেলমন্ত্রী। বেহালা থেকে বিবাদি বাগ পর্যন্ত মেট্রো চালু করার পরিকল্পনা করেন তিনি। সেই প্রকল্পের কাজ চলছে এখনও। 

2/7

প্রথম পর্যায়ে জোকা থেকে তারাতলা পর্যন্ত ৬ স্টেশন দিয়ে চলবে মেট্রো। এগুলি হল তারাতলা, বেহালাবাজার, বেহালা চৌরাস্তা, সখেরবাজার, ঠাকুরপুকুর ও জোকা। পরিষেবা পাওয়া যাবে সোম থেকে শুক্রবার পর্যন্ত। শনি ও রবিবার চলবে না জোকা-তারাতলা মেট্রো।

3/7

এদিন জোকা-তারাতলা মেট্রোর প্রথম যাত্রী ছিলেন প্রভাত চট্টোপাধ্য়ায়। ইস্ট-ওয়েস্ট মেট্রোর সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পরিষেবার প্রথম দিনেও ফার্স্ট বয় ছিলেন এই প্রভাত চট্টোপাধ্য়ায়।   

4/7

বেলঘরিয়ার বাসিন্দা প্রভাতবাবু আদ্য়োন্ত মেট্রোপ্রেমী। নতুন বছরের প্রথম দিনে, রবিবারই সন্ধ্যায় ৮টায় তিনি পৌঁছে যান জোকা স্টেশনে। 

5/7

তারাতলা-জোকা মেট্রোর প্রথম দিনে মানুষের মধ্যে উৎসাহ ছিল বিপুল পরিমাণে। প্রায় শ' পাঁচেক মানুষের লাইন পড়েছিল।   

6/7

শুধু কি তাই, মোটরম্যান অর্থাৎ মেট্রোচালক ৫৭ বছরের দীপক বন্দ্যোপাধ্য়ায় নিজেই বেহালার বাসিন্দা। অর্থাৎ যাঁরা ট্রেন সফর করলেন শুধু তাঁরা নন, যিনি ট্রেন চালালেন, তিনিও বেহালার নিত্য ভুক্তভোগীদের মধ্যে পড়েন।   

7/7

এদিন জোকা-তারাতলা মেট্রোর প্রথম দিনে উজ্বল উপস্থিতি ছিল হামির পরিচালক শিব প্রসাদ মুখোপাধ্য়ায় ও রূপঙ্কর বাগচির।