Teacher's Day 2021: মস্তি কি পাঠশালা! লাস্যে-হাস্যে পর্দা মাত করেছিলেন বলিউডের যে সুন্দরী শিক্ষিকারা

Sep 05, 2021, 14:28 PM IST
1/8

সুস্মিতা সেন

Sushmita Sen

নিজস্ব প্রতিবেদন: "ম্যায় হু না'' ছবিতে শিক্ষিকার চরিত্রে তাক লাগিয়ে দিয়েছিলেন সুস্মিতা সেন। সেই ছবিতে সুস্মিতার প্রেমেই পড়ে গিয়েছিলেন তাঁর ছাত্র শাহরুখ খান। 

2/8

কাজল

kajol

''কুচ কুচ হোতা হ্যায়'' ছবি দ্বিতীয়ার্ধে পেশায় কাজল ছিলেন টিচার। যদিও ক্লাস করাতে দেখা যায়নি তাঁকে। বরং সামার ভ্যাকেশনে বাচ্চাদের সঙ্গে মজা হুল্লোড় করতেই দেখা গিয়েছিল অভিনেত্রীকে। 

3/8

করিনা কাপুর খান

kareena Kapoor Khan

''কুরবান'' ছবিতে একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন করিনা কাপুর খান। এই ছবিতে বেবোর এলিগ্যান্ট .লুকে মুগ্ধ হয়েছিল দর্শক। 

4/8

রানি মুখোপাধ্যায়

Rani Mukerji

''হিচকি'' ছবিতে শিক্ষিকার চরিত্রে অভিনয় করেছিলেন রানি মুখোপাধ্যায়। ছকবাঁধা শিক্ষিকার চরিত্র থেকে অনেকটাই আলাদা ছিল সেই গল্প। রানির অভিনয় প্রশংসা কুড়িয়ে নিয়েছিল দর্শক থেকে শুরু করে সমালোচকদের। 

5/8

জুহি চাওলা

juhi Chawla

''চক অ্যান্ড ডাস্টার'' ছবিতে জুহি চাওলা ছিলেন সায়েন্সের টিচার। তাঁর পাশাপাশি এই ছবিতে অংকের শিক্ষিকা হিসাবে দেখা যায় সাবানা আজমিকে। 

6/8

চিত্রাঙ্গদা সিং

Chitrangada singh

বিটাউনের অন্যতম মোহময়ী অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংও একটি ছবিতে শিক্ষিকার চরিত্রে অভিনয় করেছিলেন। ''দেশি বয়েজ'' নামের সেই ছবিতে আবেদনময়ী টিচারের প্রেমে পড়ে গিয়েছিল তাঁর কলেজের ছাত্ররা। 

7/8

অর্চনা পুরান সিং

archana Pruan Singh

বলিউডে টিচারের সংজ্ঞা অনেকটাই বদলে দিয়েছিলেন মিস ব্রিগেনজা চরিত্রে অর্চনা পুরান সিং। 

8/8

সিমি গ্রেওয়াল

Simi Garewal

'মেরা নাম জোকার' ছবিতে ঋষি কাপুরের টিচারের চরিত্রে অভিনয় করেছিলেন সিমি গ্রেওয়াল।