AUS vs IND:Navdeep না Natarajan-সিডনিতে কার টেস্ট অভিষেক? প্রথম এগারোয় একাধিক বদল Team India-য়

Jan 06, 2021, 13:41 PM IST
1/12

অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে লজ্জাজনক হার। মেলবোর্নে (Melbourne Cricket Ground) বক্সিং ডে টেস্টে (Boxing Day Test) দুরন্ত কামব্যাক। খাদের কিনারা থেকে সরাসরি জয়ের সরণীতে টিম ইন্ডিয়া (Team India)। চার টেস্টের সিরিজ ১-১। বৃহস্পতিবার থেকে সিডনিতে শুরু ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট।

2/12

সিডনি টেস্ট শুরুর ২৪ ঘণ্টা আগে ভারতের প্রথম একাদশ ঘোষণা করে দেওয়া হল। প্রথম দুটি টেস্টে ব্যর্থ মায়াঙ্ক আগরওয়াল (Mayank Agarwal)। সিডনিতে মায়াঙ্কের জায়গায় প্রত্যাশামতোই দলে এলেন রোহিত শর্মা (Rohit Sharma)।  

3/12

রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে সিডনিতে ওপেনিং করবেন শুভমান গিল (Shubman Gill)।  

4/12

ব্যাট হাতে প্রথম দুটো টেস্টে বড় ভরসা দিতে না পারলেও তিন নম্বরে থাকছেন চেতেশ্বর পূজারার (Cheteshwar Pujara)।

5/12

চার নম্বরে ব্যাট করবেন অধিনায়ক অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। কোহলির অনুপস্থিতিতে মেলবোর্নে ম্যাচ জেতানে সেঞ্চুরি করেছেন রাহানে।  

6/12

চোটের কারণে টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন কেএল রাহুল (KL Rahul)। তাই প্রথম এগারোয় হনুমা বিহারি (Hanuma Vihari)।  

7/12

সিডনিতেও উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে খেলবেন ঋষভ পন্থ (Rishabh Pant)।  

8/12

অলরাউন্ডার হিসেবে সিডনিতে খেলবেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)।

9/12

সিডনিতে  স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) প্রথম একাদশে রয়েছেন ।  

10/12

পেস বিভাগকে নেতৃত্ব দেবেন জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)।  

11/12

মেলবোর্নে টেস্ট অভিষেক হওয়া মহম্মদ সিরাজ (Mohammed Siraj)খেলবেন সিডনি টেস্টে।  

12/12

শর্দুল ঠাকুর (Shardul Thakur), নভদীপ সাইনি (Navdeep Saini) না বাঁ হাতি পেসার থঙ্গরসু নটরাজন (Thangarasu Natarajan)- তৃতীয় পেসার হিসেবে কে খেলবেন? শেষ পর্যন্ত সিডনিতে টেস্ট অভিষেক হতে চলেছে নভদীপ সাইনির (Navdeep Saini)।