`প্রাইভেট রুম` উপহার দেবে ফেসবুক, এবার বন্ধুর সঙ্গে যতখুশি আড্ডা মারুন

Wed, 22 Jul 2020-6:11 pm,

আপনার নিজস্ব রুম। সেখানে থাকবেন কেবল আপনার পছন্দের বন্ধুরা অথবা পরিবারের সদস্যরা। আড্ডা দিন বা সেরে ফেলুন কাজকর্ম। এমনই নতুন ফিচার শেষ আপডেটে যোগ করেছে ফেসবুক।

মঙ্গলবার থেকে ভারতে বেশিরভাগ স্মার্টফোন ব্যবহারকারীর কাছে পৌঁছে গিয়েছে এই আপডেট। আর তারপর থেকেই হঠাত্ এই ফিচার ঘিরে তৈরি হয়েছে কৌতুহল।

অনেকটা জুম অ্যাপের মতোই কাজ করবে এই ফিচার। থাকতে হবে মেসেঞ্জার অ্যাপও। ক্রিয়েট রুমে গিয়ে আপনার পছন্দের বন্ধুদের ইনভাইট করতে পারবেন রুমে। আর তারপর সেখানেই করা যাবে গ্রুপ ভিডিয়ো কল।

তবে এখানে জানিয়ে রাখি, এতে এন্ড টু এন্ড এনক্রিপশন আছে কিনা সে বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি আপডেটে। তাই অতি গোপন গুরুত্বপূর্ণ তথ্য এখানে শেয়ার না করাই ভাল।

একদিকে করোনা পরিস্থিতিতে সকলেই সিংহভাগ সময় গৃহবন্দি। অন্যদিকে জুম অ্যাপের বিকল্প হিসাবে এই ফিচার ভারতীয় বাজারে আনল ফেসবুক। যদিও গত বছর মে মাসেই প্রথম ফেসবুকের এই আপডেটের খবর পাওয়া গিয়েছিল।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link