অসাবধান হলেই খালি হয়ে যেতে পারে পিএফ অ্যাকাউন্ট! নতুন বিপদ সম্পর্কে সতর্ক করল EPFO

| Aug 24, 2020, 19:17 PM IST
1/4

সাইবার অপরাধ যে হারে বাড়ছে তাতে এখন নিরাপদ নয় পিএফ অ্যাকাউন্টও। সম্প্রতি সাইবার জালিয়াতদের তৈরি করা নতুন ‘ফাঁদ’ সম্পর্কে গ্রাহকদের সতর্ক করল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)।

2/4

সম্প্রতি টুইট করে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের পক্ষ থেকে গ্রাহকদের ইউএন, প্যান নম্বর, আধার নম্বর, ব্যাঙ্ক অ্যাকউন্ট নম্বরের মতো ব্যক্তিগত কোনও তথ্য সোশ্যাল মিডিয়ায় বা অচেনা কোনও প্ল্যাটফর্মে শেয়ার না করার অনুরোধ জানান হয়েছে।

3/4

কোনও সন্দেহজনক মেসেজ বা ফোন কল সম্পর্কে অভিযোগ জানাতে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)-এর এই ১৮০০-১১৮-০০৫ টোল ফ্রি নম্বরে ফোন করার পরামর্শ দেওয়া হয়েছে। এই হেল্প লাইনে দিনের যে কোনও সময়েই (২৪ X ৭) অভিযোগ জানানো যেতে পারে।

4/4

দেশের প্রধান দুটি স্টক এক্সচেঞ্জ BSE এবং NSE বিভিন্ন নথিভূক্ত সংস্থা সম্পর্কিত ভুয়ো মেসেজ সম্পর্কে লগ্নিকারীদের সতর্ক করেছে। হোয়াটসঅ্যাপ এবং এসএমএস-এর মাধ্যমে বেশ কিছু নথিভূক্ত সংস্থা এখন বার্তা দিতে থাকায় এমন উদ্যোগ নেওয়া হয়েছে।