ZOOM-কে টেক্কা দিতে JioMeet ধামাকা! টানা ২৪ ঘণ্টা ভিডিয়ো কনফারেন্স এখন বিনামূল্যেই!

| Jul 05, 2020, 13:56 PM IST
1/5

টানা ২৪ ঘণ্টা ভিডিয়ো কনফারেন্স এখন বিনামূল্যেই!

টানা ২৪ ঘণ্টা ভিডিয়ো কনফারেন্স এখন বিনামূল্যেই!

ভিডিয়ো কনফারেন্সিং অ্যাপ ZOOM-কে টেক্কা দিতে এ বার আসরে নামল Reliance-এর JioMeet। ZOOM-এর মতো JioMeet-এ ৪০ মিনিটের কোনও বাঁধাধরা সময়সীমা থাকছে না।

2/5

টানা ২৪ ঘণ্টা ভিডিয়ো কনফারেন্স এখন বিনামূল্যেই!

টানা ২৪ ঘণ্টা ভিডিয়ো কনফারেন্স এখন বিনামূল্যেই!

জানা গিয়েছে, ZOOM-এর মতো JioMeet-এ ৪০ মিনিটের বেশি ভিডিয়ো কনফারেন্সের জন্য কোনও বাড়তি টাকা গুণতে হবে না। একেবারে বিনামূল্যেই টানা ২৪ ঘণ্টা ভিডিয়ো কনফারেন্স করা যাবে Reliance-এর JioMeet-এ।

3/5

টানা ২৪ ঘণ্টা ভিডিয়ো কনফারেন্স এখন বিনামূল্যেই!

টানা ২৪ ঘণ্টা ভিডিয়ো কনফারেন্স এখন বিনামূল্যেই!

ZOOM অ্যাপে ৪০ মিনিটের বেশি সময় ভিডিয়ো কনফারেন্স করতে মাসে খরচ হতো ১,১০০ টাকারও বেশি। অর্থাৎ, ভিডিয়ো কনফারেন্সের জন্য ZOOM-এর পরিবর্তে JioMeet ব্যবহার করলে বছরে ১৩ হাজার টাকারও বেশি বেঁচে যাবে।

4/5

টানা ২৪ ঘণ্টা ভিডিয়ো কনফারেন্স এখন বিনামূল্যেই!

টানা ২৪ ঘণ্টা ভিডিয়ো কনফারেন্স এখন বিনামূল্যেই!

Reliance-এর পক্ষ থেকে জানানো হয়েছে, JioMeet-এর সাহায্যে HD কোয়ালিটির অডিয়ো এবং ভিডিয়ো কনফারেন্স কলে এখন একসঙ্গে ১০০ জন পর্যন্ত যুক্ত হতে পারবেন।

5/5

টানা ২৪ ঘণ্টা ভিডিয়ো কনফারেন্স এখন বিনামূল্যেই!

টানা ২৪ ঘণ্টা ভিডিয়ো কনফারেন্স এখন বিনামূল্যেই!

মিটিং শিডিউল, স্ক্রিন শেয়ারিংয়ের মতো একাধিক আকর্ষণীয় ফিচার-সহ বৃহস্পতিবার থেকেই Android ও iOS-এর জন্য JioMeet অ্যাপ উপলব্ধ। Google Play Store থেকে ইতিমধ্যেই ৫ লক্ষেরও বেশি ডাউনলোড JioMeet।