ফেত শীত আসছে বঙ্গে। সপ্তাহ শেষে নামবে তাপমাত্রার পারদ। শুক্রবার রাত থেকেই তাপমাত্রার পারদ নিম্নমুখি হবে দক্ষিনবঙ্গে।
2/5
তাপমাত্রা কত?
সপ্তাহের শেষে তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রির কাছাকাছি। বৃহস্পতিবার তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি যা শুক্রবার নেমে হল ১৭.৭ ডিগ্রি।
photos
TRENDING NOW
3/5
তাপমাত্রা বাড়বে দিনে
দিনের তাপমাত্রা শুক্রবার থেকেই বাড়তে শুরু করবে দক্ষিনবঙ্গে যদিও কমবে রাতের তাপমাত্রা। প্রায় ১৪ ডিগ্রির কোঠায় চলে যাবে এই তাপমাত্রা।
4/5
ঘুর্ণাবর্ত
পশ্চিমি ঝঞ্ঝা, পুবালি হাওয়া এবং দক্ষিন বঙ্গোপসাগরের ঘুর্ণাবর্তের জেরে মাঘের শেষেও বৃষ্টি দেখা গেছে শহর কলকাতায়। আগামি সপ্তাহে আবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার আগে পর্যন্ত বজায় থাকবে এই শীতের আমেজ।
5/5
পাকাপাকিভাবে বিদায়ের পথে শীত
যেহেতু এটাকেই শীতের শেষ ইনিংস বলে মনে করা হচ্ছে তাই আবহাওয়াবীদদের মতে মঙ্গলবারের পর থেকে রাতের তাপমাত্রাও বাড়তে শুরু করবে। এবং এর পর থেকেই আনুষ্ঠানিক বাবে এসে যাবে বসন্তকাল।