Thai Taxi: গাড়ির ছাদে বাগান, দেখুন থাইল্যান্ডের সবুজ ট্যাক্সি

প্রতিবাদের নতুন দিশা দেখাচ্ছেন থাইল্যান্ডের ট্যাক্সি চালকরা।  

Sep 17, 2021, 18:11 PM IST

কোভিডে ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যটন শিল্প। স্বাভাবিক ভাবেই চিন্তিত থাইল্যান্ডের ট্যাক্সিচালকরা। বহু ট্যাক্সি চালককে কাজ ছেড়ে ফিরে যেতে হয়েছে নিজেদের গ্রামে। এই বাড়তে থাকা সমস্যায় এক অভিনব প্রতিবাদের ভাষা খুঁজে বের করেছে ট্যাক্সি ইউনিয়ন। গাড়ির ছাদে বাগান করে সব্জি ফলাচ্ছেন তারা। এই ফলন একাধারে তাদের প্রতিবাদের ভাষা এবং কর্মহীন মানুষের মুখে খাবার তুলে দেওয়ার এক প্রয়াস।   

1/5

গাড়িতে সব্জি বাগান

vegetables grow on car

রুফটপ গার্ডেনের নতুন সংজ্ঞা দেখাচ্ছে থাই ট্যাক্সি। করোনাকালে বন্ধ থাকায় গাড়ির ছাদে ফলানো হচ্ছে সব্জি। 

2/5

গাড়ির মাথায় বাঁশের খাঁচা

Bamboo structures used

বাঁশের খাঁচায় কালো প্লাস্টিক দিয়ে বানালো হলো বাগান। কাজ করলেন ২টি ট্যাক্সি ইউনিয়নের সদস্যরা।

3/5

যেন ছোট শিল্পকর্ম

looks like art installation

এলাকাটিতে গাড়ি রাখা হলেও এখন পুরো অঞ্চলটিকে একটি ছোট আর্ট ইনস্টলেশনের মতো দেখতে। এর মাধ্যমেই চালকরা করোনাকালে তাদের সমস্যা সম্পর্কে সকলের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে।  

4/5

কোভিডের প্রভাবে এল নতুন উপায়

Covid makes it necessary to find new ways

কোভিডের ফলে উপার্জন ক্ষতিগ্রস্থ হওয়ায় অনেক চালক কাজ ছেড়ে ফিরে গেছেন নিজেদের গ্রামে। দ্বিতীয় ঢেউ সমস্যা আরোও বাড়িয়ে তুলেছে।

5/5

প্রতিবাদের ভাষা

language of protest

গাড়ির ছাদে সব্জি বাগান একাধারে প্রতিবাদ এবং এই কঠিন সময়ে কর্মীদের খাওয়ার উপায়।