Kalipuja 2024: অশনি সংকেত? ৩০ ফুটের মা কালী পড়ল হুড়মুড়িয়ে...

Asansol: ৩০ ফুটের কালী প্রতিমা পড়ে গেল পড়ে গেল হুড়মুড়িয়ে। কারিগর থেকে পুজো উদ্যোক্তারা শুরু করেছে কান্নাকাটি। 

Oct 30, 2024, 18:29 PM IST
1/6

বাসুদেব চট্টোপাধ্যায়: ৩০ ফুটের কালী প্রতিমা পড়ে গেল পড়ে গেল হুড়মুড়িয়ে। কারিগর থেকে পুজো উদ্যোক্তারা শুরু করেছে কান্নাকাটি। কিভাবে পড়ে গেল বুঝে উঠতে পারছেন না কারিগরেরা। 

2/6

অন্য মূর্তি এনে পুজো হবে এবং মেলাও হবে জানালেন উদ্যোক্তাদের মধ্যে থেকে তাপস ঘোষ।

3/6

আসানসোলের গোপালনগর ক্রিকেট ক্লাবের উদ্যোগে কয়েক বছর ধরে ৩০ ফুটের কালী প্রতিমা করা হয়। পাশাপাশি খেলার ওই মাঠে মেলার আয়োজনও করা হয়।   

4/6

সাত দিনব্যাপী এই গোপালনগরে জমজমাট হয়ে থাকে। বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠান হয়। আসানসোল ছাড়াও বহু মানুষ কালীপুজোর সময় আসেন এই পুজো মণ্ডপে এত বড় প্রতিমা দেখতে। 

5/6

কিন্তু পুজোর ঠিক একদিন আগে এইভাবে কালী প্রতিমাটি পড়ে যাওয়াই রীতিমত হতাশ ও দুঃখ ও বেদনা নিয়ে রয়েছে ক্লাবের সদস্যরা। তারা বলেন এ বছর ৩০ ফুটের এই কালী প্রতিমা দেখার সুযোগ হবে না।   

6/6

কিন্তু মেলা ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। অন্য বড় প্রতিমা নিয়ে এসে পুজো করা হবে। সবাই যেন তাদের পাশে থাকে সে আবেদন করেন।