বসন্তে বিষাদের সুর ভারতীয় ফুটবলে, প্রয়াত কিংবদন্তি অশোক চ্যাটার্জি

Feb 22, 2020, 15:49 PM IST
1/5

দীর্ঘ রোগভোগের পর শুক্রবার গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি ফুটবলার অশোক চ্যাটার্জি। বয়স হয়েছিল ৭৭ বছর।

2/5

ছয়ের দশকে ভারতীয় ফুটবলে দাপিয়ে খেলতেন অশোক চ্যাটার্জি। মূলত সেন্টার ফরোয়ার্ড পজিশনে খেলতেন তিনি।

3/5

জাতীয় দলের হয়ে মার্ডেকা কাপে গোল রয়েছে তাঁর। জাপান, হংকং, থাইল্যান্ড, পাকিস্তানের বিরুদ্ধে গোল করেছিলেন। ১৯৬৬ সালে এশিয়ান গেমসে জাপানের বিরুদ্ধে গোল রয়েছে অশোক চ্যাটার্জির।

4/5

কলকাতার দুই প্রধান মোহনবাগান আর ইস্টবেঙ্গলের জার্সিতে খেলেছেন দীর্ঘদিন। ১৯৬২-৬৮ ছয় বছর খেলেছেন সবুজ-মেরুন জার্সিতে। তারপর তিন বছর খেলেন ইস্টবেঙ্গল জার্সিতে। লাল-হলুদ জার্সিতে ইরানের পাস ক্লাবের বিরুদ্ধে আইএফএ শিল্ড ফাইনালে দুরন্ত খেলেছিলেন তিনি।

5/5

গতবছরই মোহনবাগান দিবসে জীবনকৃতি সম্মানে ভূষিত করা হয় অশোক চ্যাটার্জিকে। শনিবার মোহনবাগান তাঁবু আর ভেটারেন্স ক্লাবে নিয়ে যাওয়া হয় তাঁর মরদেহ।