বেঙ্গল সাফারি পার্কের উপহার, গেলেই দেখা যাবে ছোট্ট ছোট্ট ৩ বাঘের বাচ্চাকে

Jan 21, 2021, 16:37 PM IST
1/8

নিজস্ব প্রতিবেদন: পর্যটকদের জন্য উপহার। তিনটি বাঘের বাচ্চা। রয়্যাল বেঙ্গল টাইগার শীলার তিন শাবককে ছেড়ে দেওয়া হল তাঁর মা বাবার সঙ্গে। গুটি গুটি পায়ে তাঁরা হেঁটে বেড়াচ্ছে গোটা চত্বর। শিলিগুড়ির অদুরে বেঙ্গল সাফারী পার্কের পঞ্চম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যেই এই শাবক গুলো ছাড়া হল। উপস্থিত ছিলেন বনাধিকারিকরা।

2/8

সাফারী পার্কে রয়্যাল বেঙ্গল টাইগার শীলা মাস ছয়েক আগে তিনটি বাচ্চার জন্ম দেয়। তারপর পার্ক কর্তৃপক্ষ তাদের পরিচর্চা করে। ধীরে ধীরে বড় হতেই তাদের এনক্লোজারে ছাড়া হত। যখন সাফারী বন্ধ থাকত। 

3/8

বৃহস্পতিবার তাদের ছেড়ে দেওয়া হল পর্যটকদের জন্য। এখন থেকে যাঁরাই সাফারী করতে যাবেন শীলার এই তিন শাবককে দেখতে পাবেন। 

4/8

এদিন বেশ খোশমেজাজেই ছিলো শাবক গুলো। তাদের মা শীলার সাথেই তাদের এনক্লোজারে ছাড়া হয়। এদিন তাদের ছাড়া হলেও মায়ের কোল ছেড়ে যেতে চাইছিলনা শাবক গুলো।

5/8

এবিষয়ে বন বিভাগের অতিরিক্ত প্রধান মুখ্য বনপাল বিপিন সুদ জানান, শাবক গুলোর ছয় মাস বয়স হয়েছে , তারা সকলেই বেশ সুস্থ রয়েছে , এখন থেকে তাদের পর্যটকরা দেখতে পাবেন।

6/8

অন্যান্য বাঘের মতই স্বাভাবিক খাওয়া দাওয়া করছে তারা। ছয়দিন সাফারীতেই তাদের দেখা যাবে। তবে সাফারী করলেও এরা কড়া পর্যবেক্ষণে থাকবে।

7/8

কোনও অসুবিধা যাতে না হয় সেদিকেও নজর রাখা হবে। বাকি বাঘও ভালো রয়েছে। এরা তিনজনই ছেলে সন্তান। তবে এখনও এদের নামকরণ করা হয়নি। পাশাপাশি লেপার্ড ক্যাটও ছাড়া হয়েছে।

8/8