আভ্যন্তরীণ বৈঠক শেষ, আর কিছুক্ষণের মধ্যেই রাজ্যের সঙ্গে বৈঠকে বসবে রেল

Nov 02, 2020, 23:29 PM IST
1/5

শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: রাজ্যের সঙ্গে বৈঠকের আগে আভ্যন্তরীণ বৈঠক করল রেল। একাংশের মত, ট্রেন যখন চলবে তখন তাতে ভেন্ডর বগিও থাকা উচিত।   

2/5

শুধু তাই নয়, শুধু অফিস টাইমে ট্রেন না চালিয়ে সারাদিন চালালে যাত্রীদের মধ্যে নিয়ম ভেঙে ট্রেনে ওঠার প্রবণতা কম হবে। আর এই সব বিষয়েই আজকের মূল বেঠকে উঠবে। এদিন পূর্ব রেলের হেড কোয়ার্টারে আভ্যন্তরীন বৈঠক হয়। পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের কর্তারা উপস্হিত ছিলেন।   

3/5

আজ রেল রাজ্য বৈঠক। লোকাল ট্রেন চালানোর সম্ভাবনা আরও উজ্জ্বল হল। আজই রেলের সঙ্গে বৈঠকে বসছে রাজ্য । নবান্নে  বিকেল পাঁচটায় বৈঠক।     

4/5

পূর্ব রেলের অতিরিক্ত জেনারেল ম্যানেজার, চিফ অপারেশন ম্যানেজার, চিফ সিকিউরিটি কমিশনার বৈঠকে থাকবেন। বৈঠকে ডাকা হয়েছে দক্ষিণ পূর্ব রেলের কর্তাদেরও। আলোচনা চেয়ে গতকালই রেলকে চিঠি দেয় রাজ্য। লোকাল ট্রেন চালানোর খুঁটিনাটি নিয়ে কাল আলোচনা হবে ।   

5/5

ট্রেন চালানোর দাবিতে চিঠি দিয়েছেন অধীর চৌধুরীও। স্বাস্থ্যবিধি বজায় রেখেই শুরু হয়েছে মেট্রো পরিষেবা। চলছে বাস-অটোও। সব দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে লোকাল ট্রেনের চাকাও গড়াবে খুব শিগগির। আশায় লক্ষ লক্ষ দিনআনা দিনখাওয়া নিত্যযাত্রীরা।