ক্রিকেটের এ-বি-সি-ডি শেখাচ্ছেন সচিন-কাম্বলি

| Nov 06, 2018, 07:01 AM IST
1/5

1

ক্রিকেটের এ-বি-সি-ডি শেখাচ্ছেন সচিন-কাম্বলি

# নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে শুরু হয়েছে 'তেন্ডুলকর মিডলসেক্স গ্লোবাল অ্যাকাডেমি'-র কোচিং ক্যাম্প৷  

2/5

2

ক্রিকেটের এ-বি-সি-ডি শেখাচ্ছেন সচিন-কাম্বলি

# চলতি বছরের অগাস্ট মাসেই ব্রিটিশ কাউন্টি ক্লাব মিডলসেক্সের সঙ্গে যৌথভাবে অ্যাকাডেমি খুলেছেন সচিন তেন্ডুলকর।

3/5

3

ক্রিকেটের এ-বি-সি-ডি শেখাচ্ছেন সচিন-কাম্বলি

# ভারতে প্রথমবার অনুষ্ঠিত এই ক্যাম্পে ৭ থেকে ১২ এবং ১৩ থেকে ১৮ বছর বয়সী ছেলে ও মেয়েদের প্রশিক্ষণ দেওয়া হয়।  

4/5

4

ক্রিকেটের এ-বি-সি-ডি শেখাচ্ছেন সচিন-কাম্বলি

# শিশু-কিশোর ক্রিকেট শিক্ষার্থীদের প্রশিক্ষক হিসেবে সচিনের সঙ্গে রয়েছেন তাঁর ছোটবেলার বন্ধু বিনোদ কাম্বলিও। সঙ্গে বিদেশি প্রশিক্ষকেরাও রয়েছেন।

5/5

5

ক্রিকেটের এ-বি-সি-ডি শেখাচ্ছেন সচিন-কাম্বলি

# খুদে ক্রিকেটারদের নিজে হাতে ধরে শেখাচ্ছেন মাস্টার ব্লাস্টার।