সাধারণের সুরক্ষার দায় তাঁরই কাঁধে, ১২ বছর ধরে নিপুন হাতে সারিয়ে চলেছেন ওভারহেডের তার

Mar 08, 2020, 14:32 PM IST
1/5

শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: অনেকেই বলবেন এ কেবল পুরুষের কাজ। তবে তাতে কার্যত মুখের ওপর জবাব দিয়েছে কল্পনা। দক্ষিণ পূর্ব রেলের টি আর ডি স্টাফ তিনি। দিন, রাত, শীত, গ্রীষ্ম বা বর্ষায় ডিউটি যখন পড়ে তখনই যেতে হয় তাকে।

2/5

ট্রেন লাইনের ওভারহেড তার রিপেয়ারের কাজ করে কল্পনা।  শুনতে যতটা সহজ কাজটা কিন্তু মোটেই তা নয়। ওভারহেড তারের নাগাল পেতে চড়তে হয় টাওয়ার ভ্যানের ছাদে, তারপর মই। ছেলেদের কাছে যতটা সহজ ছিল কল্পনার কাছে ততটা ছিল না।

3/5

২৫ হাজর ভোল্টের লাইনে কাজ।বাড়ির লোক ভয় পেয়েছিল বটে। তবে দমেনি কল্পনা। ১২ বছর ধরে কল্পনা নির্ভয়ে এই কাজ করে চলেছেন।  

4/5

কল্পনা যখন এই কাজ করতে আসেন তখন দক্ষিণ-পূর্ব রেলে আর কোনও মেয়ে এই কাজ করত না। তবে ছবিটা এখন বদলে গিয়েছে। কল্পনা এখন আর একা নয়।

5/5

আরও কয়েকজন গত কয়েক বছরে যোগ দিয়েছে এই বিভাগে। তবে এখনও তারা এক পা তারে দিয়ে অন্য পা মইতে রেখে কাজ করার জন্য বিবেচিত হয়নি। তবে কল্পনা ওদের সকলের ভরসা। একদিন ওরাও কল্পনার মতোই পারবে বলে আশা রাখে সকলেই।