থেঁতলে গিয়েছে মাথা, শরীর থেকে ছিন্ন পা, রাজ্য সরকারি দফতরের মধ্যেই ঘটল ভয়ঙ্করঘটনা

Aug 19, 2020, 10:32 AM IST
1/6

নিজস্ব চিত্র

 দীর্ঘ ১৪ ঘণ্টা উদ্ধারকার্যের পর ভূমি রাজস্ব দফতরের পুরনো ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার হল দুই শ্রমিকের মৃতদেহ। জানা গিয়েছে, মৃতদের নাম রাম সরেন ও শুভদীপ প্রামাণিক।

2/6

নিজস্ব চিত্র

প্রসঙ্গত মঙ্গলবার বিকেলে হঠাত্ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মেদিনীপুর শহরের কেরানিতলার ভূমি রাজস্ব দফতরের এক অতি পুরনো বিল্ডিং।

3/6

নিজস্ব চিত্র

 সেই সময় পুরনো এই ভবন থেকে নতুন ভবনে বিভিন্ন রকমের কাগজপত্র,  নথিপত্র সরানোর কাজ করছিলেন ২৫ জন অস্থায়ী শ্রমিক।

4/6

নিজস্ব চিত্র

হঠাত্ই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বিল্ডিংয়ের হলঘরের ছাদটি। সেই সময় অন্যান্য শ্রমিকরা বাইরে বেরিয়ে আসতে পারলেও বেরোতে পারেননি শুভদীপ ও রাম সোরেন।

5/6

নিজস্ব চিত্র

রাতভর দুই শ্রমিকের খোঁজে পকলেন ও জেসিপির সাহায্যে কাজ করেন NDRF,  রাজ্য পুলিসের DMG,  দমকল বাহিনী ও সিভিল ডিফেন্সের কর্মীরা। অবশেষে ভোর তিনটে নাগাদ প্রথমে উদ্ধার হয় শুভদীপ প্রামাণিকের দেহ।

6/6

নিজস্ব চিত্র

তার ঘণ্টাখানেক পরে ধ্বংসস্তূপের নিচ থেকে থ্যাঁতলানো দেহ উদ্ধার হয় রাম সরেনের। দুটি দেহকেই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য।