পঞ্চমীতেও মানুষের ভিড় নেই, এবার অ্যাপেই দর্শন টালা প্রত্যয়
Oct 21, 2020, 18:01 PM IST
1/5
গত বছর ছিল উপচে পড়া ভিড়। সেই তুলনায় এবার জন সমাগম নেই বললেই চলে।
2/5
তবে চতুর্থীর রাতে টালা প্রত্যয়ের পুজোয় ঘুরে এসেছেন বেশকিছু দর্শনার্থী। লোকহিত নামে একটি অ্যাপ তৈরি করেছে পুজো কমিটি।
photos
TRENDING NOW
3/5
এই অ্যাপের মাধ্যমে শহরের সমস্ত পুজো বাড়িতে বসেই দেখা যাবে। ষষ্ঠির দিন উদ্বোধন হবে লোকহিতের।
4/5
পঞ্চমীর সকাল থেকে রাস্তায় অগণিত মানুষ মন্ডপমুখী । কিন্তু আদালতের নির্দেশে সব মন্ডপে নো এন্ট্রি বোর্ড ঝুলছে। তাই দূর থেকে মন্ডপ সজ্জার রস আস্বাদনের পাশাপাশি দুধের স্বাদ ঘোলে মেটাতে ব্যস্ত আপামর বাঙালী।
5/5
কলকাতা থেকে শহরতলি সব জায়গার সেরা পূজোগুলোর সাক্ষী থাকার নিদর্শন স্বরূপ সেলফি তুলে ব্যস্ত সবাই। বলা আদালতের নির্দেশের পর সেলফি তোলার হিড়িক কয়েকগুণ বেড়ে গেছে।