Weather Today: ডিসেম্বরে উধাও শীত, বর্ষশেষে বৃষ্টির পূর্বাভাস বঙ্গে

Dec 29, 2021, 11:09 AM IST
1/5

কোথায় হবে বৃষ্টি

where will it rain?

গাঙ্গেয় বঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বুধবার। মুর্শিদাবাদ, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হতে পারে বৃষ্টি। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

2/5

কেন হবে বৃষ্টি?

why will it rain

উত্তর প্রদেশের উপরে থাকা একটি ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি হতে পারে এই রাজ্যে।

3/5

কবে কাটবে দুর্যোগ?

when will the rain stop

ঘূর্ণাবর্তের জেরে ক্রমশ বাড়ছে তাপমাত্রা। এই তাপমাত্রা বজায় থাকবে আগামি শুক্রবার পর্যন্ত। শুক্রবারের পরে কিছুটা হলেও নামতে পারে তাপমাত্রার পারদ। 

4/5

কত হল তাপমাত্রার পারদ?

what is the temperature

সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি থেকে বেড়ে ১৭.৪ ডিগ্রি। বর্ষশেষে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা একপ্রকার নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। 

5/5

তুষারপাত উত্তরবঙ্গে

snowfall in north bengal

দক্ষিণবঙ্গে শীতের দেখা না মিললেও, উত্তরবঙ্গের টাইগার হিল থেকে শুরু করে ঘুম, সর্বত্রই ঢেকে গেছে বরফের চাদরে। এইসব অঞ্চলে তুষারপাতে মজে রয়েছেন পর্যটকরা।