বাইক চালান? দুর্ঘটনায় আপনার জীবন বাঁচাতে পারে এই এয়ারব্যাগ
Aug 23, 2018, 16:02 PM IST
1/6
1
চার চাকায় এয়ারব্যাগের কথা আমরা প্রায় সবাই শুনেছি। কিন্তু দুই চাকায় এয়ারব্যাগ! ব্যাপারটা একেবারেই নতুন।
2/6
2
একদম চারচাকার এয়ারব্যাগের মতোই কাজ করবে দুই চাকার এই এয়ারব্যাগ। দুর্ঘটনার সময় বাইকারের জীবন বাঁচাতে পারে এই এয়ারব্যাগ।
photos
TRENDING NOW
3/6
3
বিদেশে ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই এয়ারব্যাগ। তবে এদেশের বাইকারদের মধ্যে এখনও এই এয়ারব্যাগ ব্যবহারের প্রবণতা তেমনভাবে লক্ষ করা যায়নি। অনেকের দাবি, দামটা বড্ড বেশি।
4/6
4
ভারতীয় অনলাইন বাজারে এই জ্যাকেটের দাম প্রায় ৪৬ থেকে ৫২ হাজারের মধ্যে। কী ভাবছেন? দামটা একটু বেশিই? আপনার জীবন বাঁচাতে পারে এই এয়ারব্যাগ। আপনার জীবনের তুলনায় এই দাম নিশ্চয়ই বেশি নয়।
5/6
5
এয়ারব্যাগটি মূলত জ্যাকেটের মতো দেখতে। বাইকারের সঙ্গে বাইকের একটা ফিতা দিয়ে সংযুক্ত থাকবে। সেই ফিতাই আসল কাজটা করবে।
6/6
6
যখনই বাইকার বাইক থেকে পড়ে যাবে অথবা বাইকের সঙ্গে তাঁর সংযোগ বিচ্ছিন্ন হবে ঠিক তখনই এই এয়ারব্যাগ খুলে যাবে। ফুলে যাওয়া এয়ারব্যাগের জন্য মারাত্মক চোটের হাত থেকে রক্ষা পাবেন বাইকার।