বধ্যভূমি সিরিয়া

Mar 02, 2018, 13:26 PM IST
1/14

Syria_1

Syria_1

পূর্ব ঘৌটা এলাকার একটি জেলায় প্রায় ৯০ শতাংশ জনবসতি ধূলিসাত্ হয়ে গিয়েছে।

2/14

Syria_2

Syria_2

গোটা সিরিয়া জুড়ে ধ্বংসস্তুপের চিত্র কার্যত এক। ভাঙা ইমারতের ধূলো, বারুদের গন্ধ, স্বজনহারার আর্তনাদ এটাই বাশারের দেশে এখন সংস্কৃতি।

3/14

Syria_3

Syria_3

ফুটফুটে ফুলের মতো শিশুদেরও মুখ রক্তাক্ত।

4/14

Syria_4

Syria_4

তাদের ভয়ার্ত চেহারা দেখে মানবিকতায় কোনও হেলদোল নেই যুদ্ধবাজদের।

5/14

Syria_5

Syria_5

মুহূর্মুহূ আকাশ থেকে বৃষ্টির ফোঁটার মতো প্যারাস্যুটে নেমে আসছে মারন বোমা।

6/14

Syria_6

Syria_6

আলেপ্পো, বসরা, দামাস্কাস, পালমিরার মতো ঐতিহাসিক জায়গা কার্যত মাটির তলায়।

7/14

Syria_7

Syria_7

এখানে মায়ের কোলও সুরক্ষিত নয়। কোথায় তাদের বেঁচে থাকার ঠিকানা জানা নেই কারওর  

8/14

Syria_8

Syria_8

চিতার মতো এখানে সেখানে জ্বলছে আগুন।

9/14

Syria_9

Syria_9

অপরাধ? এই শিশু সিরিয়াতে জন্মিয়েছে

10/14

Syria_10

Syria_10

প্রতিদিন যুদ্ধ যুদ্ধ খেলা। যুদ্ধকালীন তত্পরতায় 'উলুখাগড়া'দের চলছে উদ্ধারকার্য

11/14

Syria_11

Syria_11

চিকিত্সকরা খতিয়ে দেখছেন ক্ষত কোথায়? কিন্তু ক্ষত তো অন্য জায়গায়

12/14

Syria_12

Syria_12

এ ভাবে আর কতদিন। তাদের জীবনে দিনও রাতের থেকে অন্ধকার

13/14

Syria_13

Syria_13

এ যেন কোনও হলিউড সিনেমার দৃশ্য। ভিন গ্রহ থেকে কোনও প্রাণী এসে অবলীলায় ধ্বংসলীলা চালিয়েছে এখানে।  

14/14

Syriya_14

Syriya_14

ঘৌটার বিভিন্ন হাসপাতালে সারি সারি শুধু আহতর সংখ্যা। কারও রক্তাক্ত মুখ। কেউ হাত পা চিরতরে হারিয়েছে। কলজে বের হওয়াটাই শুধু বাকি তাদের।