ওজন ১২৭০ কেজি, ইন্টারনেটে ঝড় তুলেছে অস্ট্রেলিয়ার এই দৈত্যাকার গরু
Nov 30, 2018, 16:44 PM IST
1/5
S 5
ইন্টারনেটে ঝড় তুলেছে অস্ট্রেলিয়ার এই দৈত্যাকার গরু। নিকার নামে এই গরুর জনপ্রিয়তায় রীতিমতো অবাক তাঁর মালিকও জিওফ্রে পিয়ারসন।
2/5
S 4
হলস্টাইন প্রজাতির এই গরুটির উচ্চতা ৬ ফুট ৪ ইঞ্চি। আর্নল্ড সোয়ার্ত্জেনেগারের থেকে ২ ইঞ্চি বেশি লম্বা।
photos
TRENDING NOW
3/5
S 3
সাত বছর বয়সী এই গরুটির ওজন ১২৭০ কেজি।
4/5
S 2
নিকার হল হলস্টাইন প্রজাতির পুরুষ। এদের উচ্চতা সাধারণত বেশ বেশিই হয়। তবে নিকারের সঙ্গে যেসব গরুর ছবি দেখা যাচ্ছে তাদের বয়স ১ বছর বা তার কাছাকাছি। সংবাদমাধ্যমে একথা স্বীকার করেছেন গরুর মালিকই। ফলে নিকারকে বেশ খানিকটা উঁচুই লাগছে।
5/5
s 1
পিয়ারসন আরও জানিয়েছেন, নিকারের চেহারা এতটাই ভারী যে তাকে কসাইখানায় জবাই করাই মুসকিল। তাই এতদিন সে বেঁচে রয়েছে।