প্রিন্ট করা মাস্ক পরে 'হাসিমুখে' ঘুরছেন স্বরাষ্ট্রমন্ত্রী!

Aug 12, 2020, 17:20 PM IST
1/5

করোনা আটকাতে মাস্ক এখন মাস্ট। বাইরে বের হলে মাস্ক পরলে অনেকটাই সুরক্ষিত থাকা সম্ভব- বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিন্তু মাস্ক পরার একটা ছোট্ট সমস্যাও রয়েছে।

2/5

অনেকেই এখন বলাবলি করছেন যে মাস্ক পরে থাকায় চেনা মানুষকেও চেনা যাচ্ছে না। বা উনি হাসছেন না রেগে আছেন কিছুই বোঝা যাচ্ছে না। চোখের ইশারাই এখন ভরসা!

3/5

একই সমস্যায় পড়েছিলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। এত বড় মন্ত্রকের দায়িত্ব সামলান- রোজ নানা জায়গায় যেতে হয়, অনেক বৈঠকে যোগ দিতে হয়। এদিকে মাস্ক থাকায় একটু হলেও বিড়ম্বনা হয় বই কি। আর তার জন্যই নতুন উপায় বের করলেন তিনি।

4/5

মাস্কের গায়েই তাই প্রিন্ট করিয়ে নিয়েছেন নিজের মুখের ঢাকা অংশ। তাতে বেশ হাসি-হাসি মুখে স্বরাষ্ট্রমন্ত্রী। সেটা পরেই এখন দিব্যি ঘুরছেন তিনি। ছবিতেও কিন্তু মন্দ লাগছে না। তাছাড়া প্রিয় মন্ত্রীর সদাহাস্যময় মুখ দেখে খুশি দলীয় কর্মীরাও।   

5/5

এর আগে মধ্যপ্রদেশের এক সংস্থা এই ধরনের কাস্টম ফেস প্রিন্টেড মাস্ক বাজারে আনে। অর্ডার দিলেই বানিয়ে দেওয়া হয় এমন মাস্ক। মুখোশের আড়াল থেকেও যদি এভাবে মুখ দেখানো যায়, তবে ক্ষতি কি!