চালু হল ওয়েবসাইট, অনুদান দিয়ে শহিদের পরিবারগুলির পাশে দাঁড়াতে পারেন আপনিও
Feb 17, 2019, 13:36 PM IST
1/5
কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গিহানায় ৪০ সিআরপিএফ জওয়ানের শহিদ হওয়ার ঘটনায় এখনো কাঁদছে গোটা দেশ। হামলাকারীদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন সাধারণ মানুষ। সঙ্গে শহিদদের পরিবারের প্রতিও বইছে সমবেদনার স্রোত। অনেকেই তাদের পাশে দাঁড়াতেও উত্সাহ প্রকাশ করছেন।
2/5
শহিদ পরিবারগুলির পাশে দাঁড়াতে সাধারণ নাগরিকের জন্য আরও একটি পথ খুলে দিল কেন্দ্রীয় সরকার। এবার অনলাইনেই আর্থিক অনুদান পাঠানো যাবে শহিদ জওয়ানদের পরিবারকে। সেজন্য একটি বিশেষ তহবিল খুলেছে কেন্দ্র। সঙ্গে চালু করা হয়েছে একটি ওয়েবসাইটও। সেখানে অনুদান জমা করলেই পৌঁছে দেওয়া হবে শহিদদের পরিবারের কাছে।
photos
TRENDING NOW
3/5
ভারত সরকারের চালু করা bharatkeveer.gov.in ওয়েবসাইটে গিয়ে অনুদান জমা দিলেই তা পৌঁছে যাবে শহিদ জওয়ানদের পরিবারের কাছে। কোন জওয়ানের পরিবারকে অনুদান পাঠাতে চান তা-ও নির্বাচন করতে পারবেন আপনি।
4/5
জওয়ানের নাম নির্বাচন করলেই আপনি দেখতে পাবেন তাঁর অবদান ও কী ভাবে তিনি শহীদ হয়েছেন তাঁর বৃত্তান্ত। এর পর পাশে একটি লিংকে ক্লিক করে যে কোনও অঙ্কের টাকা অনুদান দিতে পারেন। সর্বোচ্চ সীমা ১৫ লক্ষ টাকা।
5/5
এছাড়া UPI, PayTM-এর মতো অ্যাপ ব্যবহার করেও জওয়ানদের পরিবারের পাশে দাঁড়াতে পারেন আপনি।