Deepika Padukone: কলকাতার এখানেই দীপিকা খান ফুচকা! জেনে নিন এই 'হটস্পট'...

Deepika padukone: বাংলার এখানকার ফুচকার জন্য বারবার ছুটে আসেন দীপিকা। কাজ থাকলে পোস্টপন করেন মাঝেসাঝে! লুকিয়ে অনেক সময় ভিড়ের মাঝে দাঁড়িয়ে। পরিস্থিতি যেমনই হোক বাংলার এখানকার ফুচকা ইস মাস্ট। 

Jan 08, 2025, 17:57 PM IST
1/6

ফেমাস ফুচকার দোকান

দক্ষিণ কলকাতার হেমন্ত মুখোপাধ্যায় সরণিতে বিবেকানন্দ পার্কে অবস্থিত অন্যতম ফেমাস ফুচকার দোকান। 

2/6

দশকের পর দশক

দশকের পর দশক ধরে দুর্দান্ত ফুচকা খাওয়াচ্ছেন সকলকে। দই ফুচকা, নর্মাল ফুচকা এছাড়াও ঝালঝাল আলুর দম।

3/6

১২০ বছর পুরনো

১২০ বছর পুরনো এই দোকান। ইংরাজি হরফে বড়বড় করে লেখা দুর্গা পণ্ডিত কা ফুচকা।

4/6

লুকিয়ে আসেন

সেখানেই বছরে একবার হলেও লুকিয়ে লুকিয়ে আসেন দীপিকা পাড়ুকোন। 

5/6

রিয়্যালিটি শো'তে

সম্প্রতি একটি রিয়্যালিটি শো'তে এসে তিনি এই কথা প্রকাশ করেন। তিনি জানান, কখনও লুকিয়ে লুকিয়ে আসেন। আবার কখনও দাঁড়িয়ে থাকেন ভিড়ের মধ্যেই।

6/6

ফোকাস

বাংলার পরিচয় শাল পাতার উপর ফুচকা নিয়ে খেতে থাকেন ভিড়ের মধ্যেই। তিনি এই বিষয়ে বলেন, ভিড়ের সঙ্গে তাঁর কোন লিংক নেই। ফুচকা খেতে গিয়ে ওটাতেই ফোকাস থাকে তাঁর।