Congress-র বিপদের ত্রাতা, যাঁদের অভাব হাড়েহাড়ে টের পাচ্ছে 'Sonia-র দল'?
সংকট কংগ্রেসের অন্দরে নতুন না হলেও তাদের ক্রাইসিস ম্যানেজার না থাকা এই দলের কাছে অবশ্যই নতুন।
অনুষ্টুপ রায় বর্মণ: ভারতীয় জনতা পার্টির (BJP) নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (NDA) কাছে কংগ্রেস (Congress) শুধুমাত্র ভারতীয় রাজনীতিতে তার কেন্দ্রীয় ভূমিকা হারিয়েছে তাই নয়, তারা তাদের অন্যতম গুরুত্বপূর্ণ সেন্টার-লেফট কর্মসূচির আদর্শ বাহক হিসাবে অবস্থান ছেড়ে দিয়েছে অপেক্ষাকৃত নবীন আমি আদমি পার্টির (AAP) কাছে। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দ্বন্দে জর্জ্জরিত দেশের এই প্রাচীন পার্টিতে প্রায় রোজই কোনো না কোনো নেতা দলের বিরুদ্ধে অথবা নেতৃত্বের অভাবের বিরুদ্ধে মুখ খুলছেন এবং দল ছেড়ে অন্য দলে যোগ দিচ্ছেন। এই সংকট কংগ্রেসের অন্দরে নতুন না হলেও তাদের ক্রাইসিস ম্যানেজার না থাকা এই দলের কাছে অবশ্যই নতুন। একসময়ে যে দলে ক্রাইসিস ম্যানেজমেন্ট করেছেন ভারতীয় রাজনীতির চাণক্য প্রণব মুখার্জি অথবা তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী কামরাজের মতো নেতা সেখানে এই মুহূর্তে প্রতিদিন এই ক্রাইসিস ম্যানেজারের অভাবকেই কাজে লাগাচ্ছেন নতুন চাণক্য BJP-র অমিত শাহ।