New Vande Bharat: বাংলায় আবারও এক 'বন্দে ভারত'! হাওড়া থেকেই কু ঝিক ঝিক করে সোজা ওড়িশা...
New Vande Bharat from Howrah: এখন বন্দে ভারতই সব থেকে চর্চিত ট্রেন। যাত্রীদের সুবিধার দিকে চেয়ে ইদানীং বিভিন্ন রুটে নতুন বন্দে ভারত ট্রেন চালু করছে ভারতীয় রেল।
|
Sep 11, 2024, 04:16 PM IST
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এখন বন্দে ভারতই সব থেকে চর্চিত ট্রেন। এতদিন এই ট্রেনের শুধু চেয়ার কারই ছিল। এবার বন্দে ভারত স্লিপারও চালু হচ্ছে। যাত্রীদের সুবিধার দিকে চেয়ে ইদানীং বিভিন্ন সময়ে নতুন বন্দে ভারত ট্রেন চালু করছে ভারতীয় রেল।
1/6
১৫ সেপ্টেম্বর থেকে

photos
TRENDING NOW
3/6
পুরীর নতুন অপশন

জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ট্রেনগুলি উদ্বোধন করবেন। আগামী রবিবার ট্রেনগুলি চালু হবে। তিনটি ট্রেনই চলবে ওড়িশার উপর দিয়ে। ওড়িশায় এই অনুষ্ঠানে থাকবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো। ওডিশার বেরহামপুর বা ব্রহ্মপুর স্টেশন থেকে ট্রেনগুলির উদ্বোধন করা হবে। রুট তিনটি হল-- টাটা-বেরহামপুর, রাউরকেল্লা-হাওড়া, দুর্গ-বিশাখাপত্তনম। এর মধ্যে এই রাউরকেল্লা-হাওড়া বন্দে ভারত মারফত বাঙালি অনায়াসে ব্রেক জার্নি করে পুরী পৌঁছতে পারেন। অন্তত পুরী পৌঁছনোর একটা অপশন খুলে গেল বাঙালির সামনে।
4/6
ওডিশায় বন্দে-যোগ

5/6
২০২৯ সালের মধ্যে ২৫০টি

6/6
হাওড়া থেকে ধানবাদ ৩

photos
