রজঃস্বলা অবস্থায় গায়ে জ্বর নিয়েই টিপ টিপ বরষা পানি-র শ্যুটিং, মুখ খুললেন রবিনা

Apr 02, 2020, 17:15 PM IST
1/5

১৯৯৪ সালে মুক্তি পায় মোহরা। রবিনা ট্যান্ডন এবং অক্ষয় কুমারের ওই সিনেমার টিপ টিপ বরষা পানি যেন আইকনিক গানে পরিণত হয়েছে। ওই গানে রবিনা ট্যান্ডনের রেইন ডান্স যেন এখনও ঝড় তোলে আট থেকে আশির হৃদয়ে 

2/5

মোহরার শ্যুটিংয়ের সময় কী হয়েছিল, তা নিয়ে এত বছর পর মুখ খুললেন বলিউডের এক সময়ের প্রথম সারির অভিনেত্রী রবিনা ট্যান্ডন

3/5

তিনি জানান, টিপ টিপ বরষা পানির শ্যুটিং হয়েছিল ৪দিন ধরে। ওই সময় জ্বর নিয়েই টিপ টিপ বরষা পানির শ্যুটিং করতে হয়। ওই গানের শ্যুটিংয়ের সময় যে ট্যাঙ্কের জল ব্যবহার করা হয় বৃষ্টির নাম করে, তা প্রচণ্ড ঠাণ্ডা ছিল। ফলে শ্যুটিংয়ের সময় যাতে ওই জল ব্যবহার না করা হয়, তার জন্য অনুরোধ করেন তিনি। কিন্তু সবকিছু অগ্রাহ্য করেই ওই ঠাণ্ডা জলের মধ্যে গায়ে জ্বর নিয়ে তাঁকে শ্যুটিং করতে হয় বলে জানান রবিনা 

4/5

শুধু তাই নয়, টিপ টিপ বরষা পানির শ্যুটিংয়ের সময় তিনি রজঃস্বলা ছিলেন। ফলে যে অবস্থার মধ্যে তাঁকে ওই সময় শ্যুটিং করতে হয়, কেরিয়ারে ওই অবস্থার মধ্যে আর কখনও পড়তে হয়নি বলে জানান রবিনা 

5/5

যদিও টিপ টিপ বরষা পানি মুক্তি পাওয়া পর দর্শকদের দর্শকদের ভালবাসা এবং প্রশংসা কুড়িয়ে নেন রবিনা ট্যান্ডন