মন্ত্রী ও বিধায়কের মধ্যে 'হাতাহাতি', বিধানসভায় বেনজির কাণ্ড!

Feb 11, 2020, 16:21 PM IST
1/5

সুতপা সেন : বিধানসভায় বেনজির কাণ্ড! কার্যত হাতাহাতি বেঁধে গেল দুই বিধায়কের মধ্যে। শেষে স্পিকারের মধ্যস্থতায় মিটল সমস্যা।

2/5

এদিন বিধানসভা অধিবেশনের দ্বিতীয় পর্বে মন্ত্রীদের গরহাজিরা নিয়ে বিতর্ক চলছিল। সেইসময়ই পরিষদীয় প্রতিমন্ত্রী তাপস রায়ের সঙ্গে কংগ্রেসের মুখ্য সচেতক মনোজ চক্রবর্তীর প্রায় হাতাহাতির উপক্রম হয়।

3/5

শাসক-বিরোধী তরজার পর বিধানসভা কক্ষ ত্যাগ করে চলে যান বিরোধীরা। 'মন্ত্রীকে দুঃখপ্রকাশ করতে হবে', এই দাবিতে বিধানসভা ভবনের বাইরে বি আর আম্বেদকারের মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভে বসেন তাঁরা।

4/5

শেষে উভয়পক্ষকেই নিজের ঘরে ডেকে পাঠান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। অধ্যক্ষের ঘরে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়ও। একইসঙ্গে ওই অধ্যক্ষের ঘরে উপস্থিত থাকতে বলা হয় তাপস রায়কেও।

5/5

বিক্ষোভরত বিরোধী বিধায়কদের কাছে 'দুঃখপ্রকাশ' করে পার্থ চট্টোপাধ্যায় বলেন, "এটা অবাঞ্ছিত ঘটনা। আপনারা হাউসে আসুন।" এরপরই বাম ও কংগ্রেস বিধায়করা অধিবেশন কক্ষে ফিরে যান।