নিহত বিধায়কের বিরুদ্ধে পাল্টা মারধরের 'গুরুতর' অভিযোগ ধৃতের পরিবারের
Feb 10, 2019, 14:35 PM IST
1/8
কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক খুনে গ্রেফতার করা হয়েছে দুজনকে।
2/8
ধৃতদের নাম সুজিত মণ্ডল ও কার্তিক মণ্ডল ওরফে মিঠুন ।
photos
TRENDING NOW
3/8
দুজনেরই বাড়ি হাঁসখালি থানার মজিদপুর গ্রামে ঘটনাস্থল থেকে ঢিল ছোঁড়া দূরত্বে।
4/8
যদিও বিধায়ক খুনের ঘটনার পিছনে তাঁদের ছেলেদের কোনও হাত নেই। তাঁদের ছেলেরা এই ঘটনায় জড়িত নয়। তাঁদের ছেলেদের ফাঁসানো হচ্ছে বলে দাবি করেছে ধৃতদের পরিবার।
5/8
পরিবারের দাবি, কার্তিকের নিজস্ব গেঞ্জি কারখানা রয়েছে। শনিবার ঘটনার সময় তিনি বাড়িতেই ছিলেন।
6/8
পরিবারের পাল্টা অভিযোগ, কার্তিকের সঙ্গে কোনও একটি বিষয়ে গন্ডগোল বেঁধেছিল বিধায়কের। সেই ঘটনাকে কেন্দ্র করে তিনমাস আগে বিধায়ক বাড়িতে এসে মারধর করেন কার্তিককে।
7/8
অন্যদিকে সুজিতের বাড়ির লোকেরও দাবি, ঘটনার সময় বাড়িতে ছিল না সে। উল্লেখ্য, এলাকায় বিজেপী কর্মী হিসাবে পরিচিত সুজিত।
8/8
যদিও স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, ধৃত সুজিত মণ্ডল ও কার্তিক মণ্ডল কেউ-ই বিজেপি কর্মী নয়। দু'জনই তৃণমূল কর্মী। (ছবিতে- মহাদেব সরকার, নদীয়া জেলা বিজেপি সভাপতি)