গরুগুলির মাথায় তিলক কাটা হবে। খাওয়ানো হবে পালং শাক, রুটি ইত্যাদি।
5/7
তৃণমূলের গোপূজন
শুধু তাই নয়, ২২ নভেম্বর প্রিন্সেপ ঘাটে গঙ্গারতিরও ব্যবস্থা করেছেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক। উক্ত দিনে গঙ্গার ধার প্রদীপ, আল্পনা দিয়ে সাজানো হবে। পুজো করতে বেনারস থেকে আসবেন ৩জন পুরোহিত।
6/7
তৃণমূলের গোপূজন
রাজ্যে বিজেপির বাড়বাড়ন্তের জন্যই কি হিন্দুত্বের পথ নিচ্ছেন তৃণমূল নেতা? দীনেশ বজাজের জবাব,''আমরা বিজেপির থেকে হিন্দুত্বের শংসাপত্র নেব না। আমরা হিন্দু, অন্য ধর্মকেও শ্রদ্ধা করি''।
7/7
তৃণমূলের গোপূজন
রাজনৈতিক মহলের মতে, রামনবমী পদযাত্রা, হনুমান পুজোর পর এবার গোপূজন- রাজ্যে হিন্দু ভোটারদের কাছে টানতেই নরম হিন্দুত্বের পথ নিচ্ছে তৃণমূল।