শহিদ সমাবেশে যাওয়ার বদলে রাস্তার ধারে মাংস-ভাতে 'পিকনিক' তৃণমূল কর্মীদের

Jul 21, 2019, 16:29 PM IST
1/6

শহিদ সমাবেশে ঢুকতে না পেরে রাস্তাতেই পিকনিক। এক্কেবারে মাংস-ভাত সহযোগে।

2/6

দুই বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ার মতো দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে বাস, টাটাসুমো প্রাইভেট গাড়িতে করে ধর্মতলায় ২১ জুলাই শহিদ সমাবেশে যোগ দিতে আসেন বহু তৃণমূল কর্মী-সমর্থক।

3/6

দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে দিয়ে বহু গাড়ি রাত থেকেই কলকাতায় প্রবেশ করতে থাকে। কিন্তু সকালে বেরিয়ে অনেক গাড়ি আর সভাস্থল পর্যন্ত পৌঁছাতে পারেনি।

4/6

নিবেদিতা সেতু বা দ্বিতীয় হুগলি সেতু দিয়ে যাঁরা সভাস্থলে যেতে চাইছিলেন, তাঁদের অনেক দূরেই দাঁড় করিয়ে দেয় পুলিশ। ফলে অনেক বাস ফিরে আসে।

5/6

অন্যদিকে, ডানকুনি টোলপ্লাজার কাছে ২ নম্বর জাতীয় সড়কের পাশেই খাওয়া-দাওয়ার আয়োজন করেন তৃণমূল সমর্থকরা। রীতিমতো মাংস-ভাত চাপিয়ে পিকনিক হয়।

6/6

পূর্ব বর্ধমানের রায়না থেকে আসা কয়েকটি বাস সভায় ঢুকতে না পেরেই রান্না চাপায় রাস্তার ধারে।