Tokay Gecko: ঠিক যেন গিরগিটি! বিরল প্রজাতি তক্ষকের সন্ধান মিলল ফুলবাড়িতে

Apr 15, 2022, 20:59 PM IST
1/8

নিজস্ব প্রতিবেদন: গভীর জঙ্গল ছেড়ে লোকালয়ে। বিরল প্রজাতির তক্ষকের (Tokay Gecko) সন্ধান মিলল শিলিগুড়ি লাগোয়া ফুলবাড়ি এলাকায়। প্রাণীটিকে উদ্ধার করেছেন বন দফতরের কর্মীরা।

2/8

ফুলবাড়ি বাজার এলাকায় বাড়ি তৈরি করছেন শম্ভু সাহা নামে এক ব্যক্তি।   

3/8

এদিন মাটি খুঁড়ছিলেন শ্রমিকরা। তখনই গর্তের ভিতর একটি বিরল প্রজাতির প্রাণীকে দেখতে পান তাঁরা।

4/8

দেখতে গিরগিটির মতো হলেও আকারে বেশ বড়। প্রাণীটিকে দেখতে ভিড় জমে যায় এলাকায়।

5/8

খবর দেওয়া হয় বৈকুণ্ঠপুর বনবিভাগে। ঘটনাস্থলে পৌঁছন ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীরা। 

6/8

প্রাণীটিকে উদ্ধার করে বনকর্মীরা। জানান, এটি বিরল প্রজাতির তক্ষক।   

7/8

 বন দফতর সূত্রে খবর, এই প্রজাতির তক্ষক সাধারণত লোকালয়ে দেখা যায় না। এরা গভীর জঙ্গলের মনোরম পরিবেশে থাকে। 

8/8

তক্ষকটি সুস্থই রয়েছে। বন্য প্রাণীটিকে বৈকুণ্ঠপুর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। তক্ষকটি কীভাবে লোকালয়ে এল? তা খতিয়ে দেখছেন বন দফতরের কর্মীরা।