টোকিও অলিম্পিক কি নির্ধারিত সময়ে শুরু হবে, নাকি পিছিয়ে যাবে? ডেডলাইন ঠিক করে ফেলল IOC
Mar 23, 2020, 13:18 PM IST
1/5
বিশ্বজুড়ে করোনাভাইরাস আতঙ্কের কারণে টোকিও অলিম্পিক কি নির্ধারিত সময়ে শুরু হবে, নাকি পিছিয়ে যাবে?
2/5
টোকিওতে ২৪ জুলাই থেকে অলিম্পিক্স এবং ২৫ জুলাই থেকে প্যারা অলিম্পিক্স শুরু হওয়ার কথা। তবে পরিস্থিতি যা তাতে করোনা আতঙ্কের মাঝে মনে করা হচ্ছে, এবছর গ্রেটেস্ট শো অন আর্থ অর্থাৎ অলিম্পিক বাতিল হয়ে যাবার সম্ভাবনাই বেশি।
photos
TRENDING NOW
3/5
এতদিন অলিম্পিক আয়োজন নিয়ে অনড় থাকলেও, কানাডা নাম তুলে নেওয়ার পর অলিম্পিক স্থগিত হয়ে যাওয়ার কথাও বলেছেন জাপানের প্রাইম মিনিস্টার শিনজো আবে।
4/5
করোনাভাইরাস পরিস্থিতিতে সারা বিশ্বেই থমকে গিয়েছে জীবনযাত্রা । প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এরই মধ্যে নির্ধারিত সময়ে টোকিও অলিম্পিক শুরু হচ্ছে ধরে নিয়ে কাজ করে যাচ্ছে আইওসি এবং আয়োজক জাপানের অলিম্পিক কমিটি। ইতিমধ্যেই অলিম্পিক স্থগিতের দাবি তুলেছে নানা দেশ।
5/5
আইওসি-র জরুরি বৈঠকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ে অলিম্পিক হবে কিনা সেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চার সপ্তাহ সময় লাগবে আইওসি-র। ২০২০ অলিম্পিকের আয়োজক কমিটি, জাপান কর্তৃপক্ষ এবং মেট্রোপলিটন সরকারের সঙ্গে একযোগে পরিস্থিতি পর্যালোচনা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।