Happy Teachers' Day 2021: যে গুরুদের প্রশিক্ষণে নীরজ-সিন্ধুরা ফুল ফুটিয়েছেন

| Sep 05, 2021, 14:53 PM IST
1/7

নীরজ চোপড়া ও ডাঃ ক্লাউস বার্টোনিজ

Neeraj Chopra and Klaus Bartonietz

১৩৩ কোটি ভারতবাসীর মুখে হাসি ফুটিয়েছেন নীরজ চোপড়া। টোকিয়োতে জ্যাভলিন ছুড়ে দেশকে সোনা এনে দিয়েছেন তিনি। অভিনব বিন্দ্রার পর নীরজই দ্বিতীয় ভারতীয় যিনি ব্যক্তিগত দক্ষতায়  অলিম্পিক্স থেকে সোনা জিতেছেন। বিন্দ্রা ২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে শুটিংয়ে সোনা পান। ১৩ বছর পর ফের কেউ সেই নজির গড়লেন। নীরজের কনুইয়ের চোট থেকে পোডিয়াম ফিনিশ। জার্মান কোচ বার্টোনিজের তত্ত্বাবধানেই নীরজের সোনা জয়। কোচের কৃতিত্ব নিঃসন্দেহে অনস্বীকার্য।

2/7

মীরাবাঈ চানু ও বিজয় শর্মা

 Mirabai Chanu and Vijay Sharma

টোকিও অলিম্পিক্সে এবার ভারতকে প্রথম পদক এনে দিয়েছেন মীরাবাঈ চানু। ভারোত্তোলনে ৪৯ কেজি বিভাগে রুপো জিতেছেন চানু। ইম্ফলের বছর ছাব্বিশের কন্যা কর্নম মালেশ্বরীর পর ভারতের দ্বিতীয় ভারোত্তোলক হিসেবে অলিম্পিক্সে পদক জিতে ইতিহাস লিখেছেন তিনি। মালেশ্বরী ২০০০ সালে সিডনি অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন ৬৯ কেজি বিভাগে। ২১ বছর পর ভারতকে ভারোত্তোলনে পদক এনে দিয়েছেন চানু। ঋতুস্রাবের অসহ্য যন্ত্রণা নিয়েই ভারোত্তোলনে দেশকে রুপো জেতান চানু!  চানুর মুখ্য কোচ বিজয় শর্মাই তাঁর মনোবল বাড়িয়ে দিয়েছিলেন ফাইনালের আগে। বিপক্ষকে চাপে রাখার ছকটাও কষে দিয়েছিলেন তিনি।

3/7

পিভি সিন্ধু ও পার্ক তায়ে-সাং

 PV Sindhu and Park Tae-Sang

রিও অলিম্পিক্সে রুপো পেয়েছিলেন পিভি সিন্ধু। আর এবার টোকিও অলিম্পিক্স থেকে ব্রোঞ্জ নিয়ে দেশে ফিরছেন ভারতের স্টার শাটলার। সিন্ধু দেশের প্রথম মহিলা হিসেবে অলিম্পিক্সে দ্বিতীয়বার পদক জয়ের কৃতিত্ব গড়েছেন। কুস্তিগীর সুশীল কুমারের পর দ্বিতীয় ভারতীয় হিসাবে ব্যক্তিগত দক্ষতায় জোড়া অলিম্পিক্স পদক জয়ের নজির গড়েছেন তিনি। গোপীচাঁদের পর দক্ষিণ কোরিয়ার এশিয়াড জয়ী কোচের প্রশিক্ষণেই সিন্ধু অভাবনীয় সাফল্য পান।

4/7

বজরং পুনিয়া ও শাকো বেনটিনিডিস

Bajrang Punia and Shako Bentinidis

কুস্তির ৬৫ কেজি বিভাগে দেশকে ব্রোঞ্জ পদক এনে দিয়েছেন বজরং পুনিয়া। রেপেশাজে রাউন্ডের মাধ্যমে দেশকে ব্রোঞ্জ এনে দেন তিনি। হরিয়ানার কুস্তিগীরের উত্থানের নেপথ্যে রয়েছেন শাকো বেনটিনিডিস। টোকিওতে বজরং ছিলেন সোনা জয়ের অন্যতম দাবিদার। শাকোর ট্রেনিংয়ে বজরং নিজেকে বিশ্বমানের গতি সম্পন্ন (আক্রমণের সময়) কুস্তিগীরে পরিণত করেন।    

5/7

লভলিনা বড়গোহাঁই ও রাফাল বার্গামাসকো

Lovlina Borgohain and Raffaele Bergamasco

মেরি কমের পর দ্বিতীয় মহিলা বক্সার হিসেবে ভারতকে বক্সিংয়ে অলিম্পিক্স পদক এনে দিয়েছেন লভলিনা  বড়গোহাঁই। বক্সিংয়ে ভারতে প্রথম পদকটি এসেছিল বিজেন্দ্র সিং হাত ধরে। ন'বছর পর ভারতের অলিম্পিক্স পদক এল বক্সিং থেকে। মেরি এবং বিজেন্দ্রর ঝুলিতে এসেছিল ব্রোঞ্জ। লভলিনাও পেয়েছেন ব্রোঞ্জ বক্সিংয়ের ওয়েল্টারওয়েট বিভাগে। লভলিনার মুখ্য কোচ রাফাল বার্গামাসকো। ইতালিয়ানের কোচের সিভি দুর্দান্ত। পাঁচবারের জাতীয় চ্যাম্পিয়ন ছিলেন তিনি। কোচ হিসেবে বেজিং, লন্ডন এবং রিও অলিম্পিক্স পাওয়া গিয়েছিল তাঁকে। ২০১৭  সালে বার্গামাসকো ভারতীয় দলে যোগ দেন এবং সিনিয়র মহিলা খেলোয়াড়দের হাই পারফরম্যান্স ডিরেক্টর পদে  নিযুক্ত হন তিনি। তাঁর কোচিংয়ে কামাল করেন লভলিনা।  

6/7

রবি দাহিয়া ও কামাল মালিকভ

Ravi Dahiya and Kamal Malikov

টোকিও অলিম্পিক্স থেকে ভারতকে রুপো এনে দিয়েছেন কুস্তিগীর রবি দাহিয়া। কুস্তির ফাইনালে ৫৭ কেজি বিভাগে রুশ প্রতিপক্ষ জভুর উগুয়েভের কাছে ৭-৪ হেরেই রবিকে রুপোতেই সন্তুষ্ট থাকতে হয়েছে যদিও। রাশিয়ান কোচ কামাল মালিকভকে সুশীল কুমারের টোকিও অলিম্পিক যোগ্যতার প্রস্তুতির জন্য আনা হয়েছিল। কিন্তু পরে কামালই দায়িত্ব নেন রবির।  

7/7

ভারতীয় পুরুষ হকি দল ও গ্রাহাম রিড

Indian men’s Hockey Team and Graham Reid

প্রায় চার দশক পর অলিম্পিক্সে ভারতীয় হকি দল পদক জিতেছে। ভারত ৫-৪ গোলে জার্মানিকে হারিয়ে অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতে দেশকে গর্বিত করেছে। মনপ্রীত-শ্রীজেশদের টিমের হাত ধরে ভারত ইতিহাস লিখেছে টোকিওতে। অলিম্পিক্স পদক জয়ী অস্ট্রেলিয়ান কোচ গ্রাহাম রিড ২০১৯ থেকে মনপ্রীতদের দায়িত্বে রয়েছেন তাঁর সৌজন্যেই অলিম্পিক্সে ৪১ বছরের পদক খরা কাটল ভারতের।