করোনায় আক্রান্ত হলিউড সুপারস্টার টম হ্যাঙ্কস

Mar 12, 2020, 10:34 AM IST
1/5

করোনায় আক্রান্ত হলিউড সুপারস্টার টম হ্যাঙ্কস। ​তাঁর শরীরে বাসা বেঁধেছে এই ভাইরাস

2/5

নিজের সোশ্যাল হ্য়ান্ডেলে টম হ্যাঙ্কস জানান, বেশ কয়েকদিন ধরে তাঁর শরীর ভাল যাচ্ছে না। সর্দি, কাশিও রয়েছে। উপসর্গ বুঝতেই তিনি  করোনা পরীক্ষা করান। এরপরই জানা যায়, হলিউড সুপারস্টারের শরীরে বাসা বেঁধেছে এই ভাইরাস 

3/5

টম হ্যাঙ্কসের পাশাপাশি তাঁর স্ত্রী রিটা উইলসনও করোনায় কাবু। জানিয়েছেন সুপারস্টার নিজেই 

4/5

করোনা পজিটিভ, এই কথা জানার পর টম হ্যাঙ্কস এবং তাঁর স্ত্রীর চিকিতসা শুরু হয়েছে। চিকিতসকের কথা মতো তাঁদের কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। তাঁদের পরিস্থিতি নিয়ে আপডেট করতে থাকবেন ভক্তদের। তাঁদের শারীরের কথা ভেবে যেন ভক্তরা বেশি চিন্তা না করেন, সেই আবেদনও জানান সুপারস্টার 

5/5

পাশাপাশি ভক্তরা যাতে সাবধানে থাকেন,সেই বার্তাও দেন হলিউড সুপারস্টার এবং তাঁর অভিনেত্রী স্ত্রী রিটা উইলসন