IPL 2021: এই ৫ অজি তারকা করোনাতঙ্কে ভারত ছেড়ে দেশে ফিরতে পারেন

ভারতের বেলাগাম করোনা সংক্রমণ ঘুম ছুটিয়ে দিয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের। ইতিমধ্যেই করোনাতঙ্কে আইপিএলের মাঝপথে দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার তিন ক্রিকেটার-অ্যাডাম জাম্পা (Adam Zampa), কেন রিচার্ডসন (Ken Richardson) ও অ্যান্ড্রিউ টাই (Andrew Tye)৷ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) খেলোয়াড় জাম্পা ও রিচার্ডসন৷ রাজস্থান রয়্যালসে (Rajasthan Royals) ছিলেন টাই৷ এখন মনে করা হচ্ছে অস্ট্রেলিয়ার আরও পাঁচ তারকা সতীর্থদের দেখানো পথই ধরতে পারেন তাঁরা৷

Apr 26, 2021, 16:12 PM IST

ভারতের বেলাগাম করোনা সংক্রমণ ঘুম ছুটিয়ে দিয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের। ইতিমধ্যেই করোনাতঙ্কে আইপিএলের মাঝপথে দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার তিন ক্রিকেটার-অ্যাডাম জাম্পা (Adam Zampa), কেন রিচার্ডসন (Ken Richardson) ও অ্যান্ড্রিউ টাই (Andrew Tye)৷ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) খেলোয়াড় জাম্পা ও রিচার্ডসন৷ রাজস্থান রয়্যালসে (Rajasthan Royals) ছিলেন টাই৷ এখন মনে করা হচ্ছে অস্ট্রেলিয়ার আরও পাঁচ তারকা সতীর্থদের দেখানো পথই ধরতে পারেন তাঁরা৷

1/7

2/7

দেখতে গেলে আইপিএল প্রত্যহারের সিদ্ধান্ত সবার আগে নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)৷ দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) টিমের নির্ভরযোগ্য অফস্পিনার রবিবার মধ্যরাতে আইপিএল ছেড়ে বেরিয়ে আসেন৷ তিনি টুইট করে জানান যে, কোভিড বাড়বাড়ন্তে তিনি পরিবার ও নিকটাত্মীয়দের কাছে থাকতে চান। তাই তিনি কোটিপতি লিগ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন৷

3/7

সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার (David Warner) ৫ ম্যাচে ১৩৬ রান করেছেন৷ 

4/7

দিল্লি ক্যাপিটালসের মতাহারকা স্টিভ স্মিথ (Steve Smith) এই মরসুমেই এসেছেন রাজস্থান থেকে৷

5/7

আরসিবি-র গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell) এই মরসুমে আছেন দুরন্ত ফর্মে৷ পাঁচ ম্যাচে ১৯৪ করেছেন ১৪৮.৩৭-এর স্ট্রাইক রেটে৷ করেছেন জোড়া অর্ধ-শতরান৷

6/7

পঞ্জাব কিংস পেসার জাই রিচার্ডসন (Jhye Richardson) টুর্নামেন্টের তরুণ প্রতিশ্রুতিবান পেসারদেরই একজন৷

7/7

কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) সুপারস্টার প্যাট কামিন্স (Pat Cummins) ব্যাটে-বলে মাতিয়ে দিয়েছেন এবার৷