# হ্যারি কেন (ইংল্যান্ড) : ৬ গোল। সুইডেনের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে গোল না পেলেও বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে রয়েছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন।
2/6
4
# রোমেলু লুকাকু (বেলজিয়াম) : ৪ গোল। বিশ্বকাপে এখনও চার গোল করেছেন বেলজিয়ামের স্ট্রাইকার লুকাকু। হ্যারি কেনকে টপকে যাওয়ার হাতছানি রয়েছে তাঁর সামনে।
photos
TRENDING NOW
3/6
3
# এবারের বিশ্বকাপে ৪টি করে গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো(পর্তুগাল) এবং দেনিস চেরিশেভ(রাশিয়া)। কিন্তু বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে রাশিয়া ও পর্তুগাল, তাই এবার গোলসংখ্যা বাড়ানোর আর কোনও সুযোগ নেই।
4/6
2
# অ্যান্তোনিও গ্রিজম্যান (ফ্রান্স) : ৩ গোল। ফরাসিদের মাঝমাঠের অন্যতম নিয়ন্ত্রক গ্রিজম্যান। বিশ্বকাপে এখনও ৩টি গোল করে সোনার বুটের দৌড়ে রয়েছেন তিনি।
5/6
1
# কিলিয়ান এমবেপে (ফ্রান্স) : ৩ গোল। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত ৩টি গোল করেছেন এই ফরাসি তরুণ স্ট্রাইকার।
6/6
1
# রাশিয়া বিশ্বকাপে ৩টি করে গোল করেছেন ইয়েরি মিনা(কলম্বিয়া), আর্তেম দায়ুব(রাশিয়া), দিয়েগো কোস্তা(স্পেন), এডিনসন কাভানি(উরুগুয়ে)। কিন্তু বিশ্বকাপ থেকে তাদের দেশ বিদায় নেওয়ায় গোলসংখ্যা বাড়ানোর আর কোনও সুযোগ এদের নেই।