Water Spinach Benefits: রক্ত বাড়ায় এই শাক! প্রয়োজন, সব পাতে থাক..

Top Water Spinach Benefits: বিশেষজ্ঞরা জানাচ্ছেন, স্বাস্থ্যের উপকারে কলমি শাকের জুড়ি মেলা ভার। জেনে নেওয়া যাক এর উপকারিতাগুলি কী কী..

Mar 24, 2023, 19:18 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় সংস্কৃতিতে প্রথম পাতে শাক খাওয়ার রীতি রয়েছে চলে আসছে বহু বছর ধরে। শাক শরীরের যাবতীয় পুষ্টির ঘাটতি মেটাতে সাহায্য় করে।  তাই বিশেষজ্ঞরা প্রতিদিনের খাবারের তালিকায় একটু শাক শাক খাওয়ার পরামর্শ দেন। বিভিন্ন ধরণের শাকের বিভিন্ন উপকারিতা রয়েছে। বাজারে দোকানে হামেশাই পাওয়া যায় কলমি শাক। ফলে শাকটি সকলের কাছে নতুন কিছু নয়। তবে অনেকেই এর উপকারিতা সম্পর্কে বিশেষ কিছু জানান নেই। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, স্বাস্থ্যের উপকারে কলমি শাকের জুড়ি মেলা ভার। জেনে নেওয়া যাক এর উপকারিতাগুলি কী কী...

1/7

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে

 শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও দারুণ উপকারী এই শাক।

2/7

ঘুমের সমস্য়ার সহজ সমাধাণ

রোজ নিয়ম করে কলমি শাক খেলে ঘুমের যাবতীয় সমস্যারও সমাধাণ মিলবে। কাটবে ক্লান্তিভাব।

3/7

ত্বকের সমস্যা দূর করে

এখনকার জীবনযাত্রার কারণে বাড়ছে বিভিন্ন ত্বকের সমস্যা। যাবতীয় ত্বকের সমস্যা দূর করতেও উপকারী এই শাক। যে কোনও স্কিন র‍্যাশ দূর করতেও ভীষণ রকম ভাবে সাবায্য় করে এই শাক।

4/7

ক্যানসারের মতো বহু বড় রোগ থেকে রক্ষা করে

এটি রোজ খেলে ক্যানসারের ঝুঁকি কমাতেও সাহায্য় করে। সেই সঙ্গে দৃষ্টিশক্তি ভালো রাখতে একটি গুকুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই শাকের।  

5/7

সুগারের সমস্য়া দূর করতে পারে

সুগারের রোগীদের জন্য অত্য়ন্ত উপকারী হল কলমি শাক। 

6/7

হার্ট ভালো রাখতে সাবায্য় করে

 রোজ কলমি শাক খেলে হার্টের সমস্যাও দূর করা সম্ভব। স্ট্রোকের সম্ভাবনাও কমাতে সাহায্য় করে এই শাক। 

7/7

হজম শক্তি উন্নত করে

 হজম শক্তি ভালো হয়। বহু আয়ুর্বেদিকের মতে, কলমিশাক নিয়মিত খেতে পারলে পেটের অনেক সমস্যা দূর হয়ে যায়।