Goghat: দুর্যোগের মধ্যেই কয়েক মুহূর্তের ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড গোঘাটের গ্রাম

Oct 19, 2021, 12:26 PM IST
1/5

কয়েক দিন ধরেই চলছে টানা বৃষ্টি। এর মধ্যেই আচমকা এক ঘূর্ণিঝড়ে তছনছ হুগলির গোঘাটের কাঁঠালি গ্রাম।

2/5

শক্তিশালী ঝড়ে ভেঙে পড়ে বহু বড়সড় গাছ। ক্ষতিগ্রস্থ বেশ কয়েকটি বাড়ি। আতঙ্কে বাইরে বেরিয়ে পড়লেন গ্রামবাসীরা।

3/5

এদিকে, ঝড়ে প্রবল ক্ষতি হয়েছে ধানের। জমির অধিকাংশ ধানই হেলে পড়েছে। ঝড়ে গিয়েছে ফুল। ফলে প্রবল ক্ষতি সম্ভাবনা তৈরি হয়েছে ফসলের।

4/5

সোমবার বিকেলে ওই ঝড় হলেও রাস্তা-সহ এলাকা সাফ করতে গভীর রাত হয়ে যায়। খবর পেয়ে কাঁঠালিতে ছুটে আসেন গোঘাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন পাল।

5/5

এক গ্রামবাসী জানালেন, বিকেলেই মনে হচ্ছিল সন্ধে নেমে এসেছে। আকাশে একটা কালো ধোঁয়ার মতো দেখা গেল। তারপরই প্রবল ঝড় শুরু হয়। ঝড় থামলে বাইরে এসে দেখি একটা প্রকাণ্ড অশ্বত্থ গাছ ভেঙে পড়েছে। এক গৃহবধূ নাকি কোনও ক্রমে প্রাণে বেঁচেছেন। বহু বাড়ির ক্ষতিগ্রস্থ হয়েছে। যে জায়গা দিয়ে ঝড় গিয়েছে সেইসব এলাকা লন্ডভন্ড করে দিয়েছে।