Durga Puja 2023: বিপদ! পুজোর সময়ে বাড়িতে এই সব জিনিস নেই তো? থাকলে অষ্টমীর আগেই তা সরিয়ে ফেলুন...

Durga Puja 2023: অনেকেই ঠিক কোন জিনিসটি রাখতে হবে বা কোনটি সরাতে হবে, সে বিষয়ে খুব স্বচ্ছ ধারণা রাখেন না। দেখে নিন, কোন কোন জিনিস এখনও ঘরবাড়ির কোনায় কোনায় পড়ে থাকলে তা এক্ষুণি সরিয়ে ফেলতে হবে।

| Oct 21, 2023, 19:14 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জোরকদমে শুরু হয়ে গিয়েছে পুজো। দলে দলে শয়ে শয়ে মানুষ রাস্তায়। তবে তার আগে এঁদের অনেকেই ঘরদোর পরিষ্কার করেছেন। পুজোর আগে ঘর পরিষ্কার করার রীতি আছে। দেবীর আগমনের আগে বাড়ি পরিষ্কার করাটা সকলের কাছেই খুব গুরুত্বপূর্ণ। তবে, অনেকেই ঠিক কোন জিনিসটি রাখতে হবে বা কোনটি সরাতে হবে, সে বিষয়ে খুব স্বচ্ছ ধারণা রাখেন না। দেখে নিন, কোন কোন জিনিস এখনও ঘরবাড়ির কোনায় কোনায় পড়ে থাকলে তা এক্ষুণি সরিয়ে ফেলতে হবে। বলা হয় এই সব জিনিস এখনও ঘরে রয়ে গেলে, সেই বাড়ি বা সংসার দেবীর রোষে পড়তে পারেন।

1/7

ভাঙা মূর্তির নেতি

পুজোর সময়ে কোনও ভাঙা মূর্তি বাড়িতে রাখা উচিত নয়। এটিকে অশুভ মনে করা হয়। ঘরে কোথাও ভাঙা মূর্তি রাখলে সংসারে তার নেতিবাচক প্রভাব পড়ে। এমন মূর্তি জলে ভাসিয়ে দিন বা গাছতলায় বসিয়ে আসুন।

2/7

জুতো থেকে দুর্ভাগ্য

পুরনো জুতো রাখবেন না বাড়িতে। পুরনো ও ছেঁড়া জুতো থেকে নেতিবাচক শক্তিপ্রবাহ তৈরি হয়, তা দুর্ভাগ্য বয়ে আনে। 

3/7

পাপোশে না

ঘরে পুরনো মলিন ছেঁড়া পাপোশ থাকলে তা সরিয়ে ফেলুন।

4/7

মলিন বাসন

ঘর পরিষ্কার করার সময়ে ভাঙা কাপ-ডিশ বাসনকোসন চোখে পড়লে সরিয়ে ফেলুন। 

5/7

ভাঙা আয়না

ভাঙা আয়নাও খুব সমস্যার জিনিস। বাড়িতে রাখা অশুভ বলে মনে করা হয় এ জিনিস। দেখলেই সরিয়ে ফেলতে হবে।

6/7

সারান কিংবা সরান

বন্ধ ঘড়িও খুব নেগেটিভ আইটেম। হয় সারিয়ে ফেলুন, নয় সরিয়ে ফেলুন। খারাপ ঘড়ি হলে ফেলে দিন।

7/7

ঝুলবিদায়

তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ঝুলকালি পরিষ্কার করা। পুজোর আগে ভালো ঝুল ঝেড়ে নেওয়া জরুরি। বাড়ির কোথাও যেন মাকড়সার জাল না থাকে। ঝুল-ময়লা থেকেও নেতিবাচক এনার্জি তৈরি হয়।