ট্রেনের সংরক্ষিত কামরার টিকিট এবার হস্তান্তর করতে পারবেন যাত্রীরা

Mar 09, 2018, 21:03 PM IST
1/10

rail reserved

ট্রেনের সংরক্ষিত কামরার টিকিট হস্তান্তর করা যায় না। কোনও কারণে ট্রেনযাত্রা না করতে পারলে টিকিট বাতিল ছাড়া উপায় থাকে না।

ট্রেনের সংরক্ষিত কামরার টিকিট হস্তান্তর করা যায় না। কোনও কারণে ট্রেনযাত্রা না করতে পারলে টিকিট বাতিল ছাড়া উপায় থাকে না। 

2/10

how

এবার সেই ঝামেলা থেকে মুক্তি পেতে চলেছেন যাত্রীরা। কীভাবে?

এবার সেই ঝামেলা থেকে মুক্তি পেতে চলেছেন যাত্রীরা। কীভাবে?  

3/10

ticket change

যাত্রার নির্দিষ্ট সময় আগে আবেদন করলে টিকিট হস্তান্তর করতে পারবেন যাত্রীরা। ফলে টিকিট বাতিলের খরচ বহন করতে হবে না।

যাত্রার নির্দিষ্ট সময় আগে আবেদন করলে টিকিট হস্তান্তর করতে পারবেন যাত্রীরা। ফলে টিকিট বাতিলের খরচ বহন করতে হবে না।

4/10

rail order

রেলের নতুন নির্দেশিকা অনুযায়ী, টিকিট বাতিল করতে হবে না যাত্রীরা। তা নামবদল বা হস্তান্তর করতে পারবেন তাঁরা।

রেলের নতুন নির্দেশিকা অনুযায়ী, টিকিট বাতিল করতে হবে না যাত্রীরা। তা নামবদল বা হস্তান্তর করতে পারবেন তাঁরা। 

5/10

ticket reserved

গুরুত্বপূর্ণ স্টেশনগুলির সংরক্ষণ বিভাগের মুখ্য আধিকারিককে দেওয়া হয়েছে টিকিট হস্তান্তরের অধিকার।

গুরুত্বপূর্ণ স্টেশনগুলির সংরক্ষণ বিভাগের মুখ্য আধিকারিককে দেওয়া হয়েছে টিকিট হস্তান্তরের অধিকার।

6/10

govt employees

চাকরির কারণে সংরক্ষিত কামরার টিকিট কাটা থাকলে তা হস্তান্তর করতে পারবেন সরকারি কর্মীরা। সেক্ষেত্রে যাত্রার ২৪ ঘণ্টা আগে স্টেশনের সংরক্ষণ বিভাগের আধিকারিকের কাছে হস্তান্তরের লিখিত আবেদন জানাতে হবে।

চাকরির কারণে সংরক্ষিত কামরার টিকিট কাটা থাকলে তা হস্তান্তর করতে পারবেন সরকারি কর্মীরা। সেক্ষেত্রে যাত্রার ২৪ ঘণ্টা আগে স্টেশনের সংরক্ষণ বিভাগের আধিকারিকের কাছে হস্তান্তরের লিখিত আবেদন জানাতে হবে।   

7/10

dather mother

বাবা, মা, ভাই, ছেলে বা মেয়ের সঙ্গে টিকিট হস্তান্তর করা যাবে। এক্ষেত্রেও যাত্রার ২৪ ঘণ্টা আগে আবেদন করতে হবে যাত্রীদের।

বাবা, মা, ভাই, ছেলে বা মেয়ের সঙ্গে টিকিট হস্তান্তর করা যাবে। এক্ষেত্রেও যাত্রার ২৪ ঘণ্টা আগে আবেদন করতে হবে যাত্রীদের। 

8/10

students

এই সুযোগ নিতে পারবেন স্বীকৃত প্রতিষ্ঠানের পড়ুয়ারাও। যাত্রার ৪৮ ঘণ্টা আগে প্রতিষ্ঠানের প্রধানকে আবেদন করতে হবে। ওই টিকিটটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অন্য ছাত্রের নামে হস্তান্তরিত হয়ে যাবে।

এই সুযোগ নিতে পারবেন স্বীকৃত প্রতিষ্ঠানের পড়ুয়ারাও। যাত্রার ৪৮ ঘণ্টা আগে প্রতিষ্ঠানের প্রধানকে আবেদন করতে হবে। ওই টিকিটটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অন্য ছাত্রের নামে হস্তান্তরিত হয়ে যাবে।   

9/10

marriage party

বরযাত্রী বা কনেযাত্রীর পক্ষও এই আবেদন করতে পারবেন। এক্ষেত্রে ৩৮ ঘণ্টা আগে লিখিত আবেদন জমা দিতে হবে।

বরযাত্রী বা কনেযাত্রীর পক্ষও এই আবেদন করতে পারবেন। এক্ষেত্রে ৩৮ ঘণ্টা আগে লিখিত আবেদন জমা দিতে হবে। 

10/10

ncc

যাত্রার ২৪ ঘণ্টা আগে টিকিট হস্তান্তর করতে পারবেন এনসিসি ক্যাডেটরা। এক্ষেত্রে ওই দলের অন্য কোনও সদস্যের নামে হস্তান্তর করতে হবে

যাত্রার ২৪ ঘণ্টা আগে টিকিট হস্তান্তর করতে পারবেন এনসিসি ক্যাডেটরা। এক্ষেত্রে ওই দলের অন্য কোনও সদস্যের নামে হস্তান্তর করতে হবে