#ভ্রমণ: হাতছানি দিচ্ছে নৃত্য-সঙ্গীতে মথিত অপরূপ প্রকৃতি

| Dec 25, 2021, 17:04 PM IST
1/5

নতুন গন্তব্য

চলতি ক্রিসমাসে এবং আসন্ন নতুন বছরে পর্যটকদের জন্য এক নতুন ডেস্টিনেশন হতে পারে এই সব হোমস্টে।

2/5

খট্টিমারি হোমস্টে

খট্টিমারির এই হোমস্টে থেকে পর্যটকরা জঙ্গলের সৌন্দর্য উপভোগ করার সুযোগ পাবেন। এমনকি এই সমস্ত হোমস্টে-তে রাত্রিযাপনের সুযোগও থাকছে বলে জানা গিয়েছে।  

3/5

অপরূপ প্রকৃতির সান্নিধ্যে

হোমস্টেগুলি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ভারতের ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক তথা পর্যটক দেবজিত ঘোষ-সহ অন্যান্যরা। উদ্বোধনের দিন আদিবাসী ও রাভা জনজাতির শিল্পীদের নৃত্যে এ গানে মেতে ওঠে চত্বর। মাদল ও বাঁশির সুরের তালে স্পন্দিত হয় উদ্বোধনী অনুষ্ঠান।

4/5

স্থানীয় সংস্কৃতি

এ অঞ্চলে বহু স্পট। বহুচর্চিত বহুপরিচিত। গরুমারা জলদাপাড়া বক্সা চিলাপাতার মতো স্পটের পরে এবার খট্টিমারি জঙ্গল। এই খট্টিমারি জঙ্গল এলাকায় এবার শুরু হল হোমস্টে। তাই এবার জঙ্গল-সংলগ্ন এলাকার বনবস্তিগুলিকে স্বনির্ভর করতে জলপাইগুড়ি ধূপগুড়ির গোসাইরহাট মেলাবস্তি ও মঙ্গলকাটা বনবস্তিতে আটটি হোমস্টে উদ্বোধন করা হল। 

5/5

হোমস্টে

ডুয়ার্সের জঙ্গল ভ্রমণপিপাসুদের কাছে এক আকর্ষণীয় গন্তব্য। এখানকার জঙ্গল প্রকৃতি পরিবেশের টানে চিরকাল ধরে ছুটে আসেন বিভিন্ন জায়গার মানুষজন, পর্যটক। প্রকৃতির পাশাপাশি স্থানীয় মানুষের টানেও আসেন বিভিন্ন জায়গার পর্যটকেরা।