Arnab-Ipsita: মনোমালিন্য ভুলে একসঙ্গে অর্ণব-ইপ্সিতা, এবার পরিবারে নতুন সদস্যের আগমন...

Tollywood Celeb: অর্ণব ও ইপ্সিতা, দুজনেই ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী। গত বছরের শুরুতেই সোশ্যাল মিডিয়ায় তাঁরা জানান যে, আইনি বিয়ে সেরেছেন, খুব শীঘ্রই সামাজিক বিয়ে করবেন তাঁরা। তবে এরই মাঝে নেমে আসে বিচ্ছেদের কালো মেঘ। 

| Apr 11, 2023, 17:06 PM IST
1/7

নতুন সদস্য

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০২২ সালের শুরুতেই আইনি বিয়ে করেন ছোটপর্দার দুই জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী ইপ্সিতা মুখোপাধ্যায় ও অর্ণব বন্দ্যোপাধ্যায়।  

2/7

নতুন সদস্য

আইনি বিয়ের পরে সোশ্যাল বিয়ে হওয়ার আগেই দুজনের মধ্যে শুরু হয় মনোমালিন্য।  

3/7

নতুন সদস্য

শোনা যায়, আলতা ফড়িং-এর ব্যাঙ্কবাবু অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন।  

4/7

নতুন সদস্য

অন্যদিকে ছোটপর্দা ছেড়ে বড়পর্দায় পা রাখেন ইপ্সিতা।  

5/7

নতুন সদস্য

কিন্তু এর মাঝেই সুখবর শোনান অভিনেত্রী। ফের একসঙ্গে ছবি শেয়ার করেন ইপ্সিতা।  

6/7

নতুন সদস্য

ছবি দেখেই বোঝা যায়, মনোমালিন্য মিটেছে তারকা দম্পতির।  

7/7

নতুন সদস্য

সোমবার ইপ্সিতার পরিচয় করালেন তাঁদের পরিবারের সঙ্গে। তিনি হলেন তাঁর নতুন বিড়ালছানা চমচম। চমচমের সঙ্গে ছবি পোস্ট করে ইপ্সিতা ও অর্ণব লিখলেন ‘পরিবারের নতুন সদস্য’।