Ananya Guha: শ্যুটিংয়ের ফাঁকে সেটেই চলত পড়াশোনা, উচ্চমাধ্যমিকে কত পেলেন মিঠাইয়ের ‘পিঙ্কি ভাবি’ অনন্যা?

TV Actress HS Result: ছোটপর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অনন্যা গুহ। অল্প বয়সেই নানা চরিত্রে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন অভিনেত্রী। বুধবার সকালেই প্রকাশিত হয়েছে এবছরের উচ্চমাধ্যমিকের ফলাফল। কত পেলেন অনন্যা?

| May 24, 2023, 18:07 PM IST
1/6

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বুধবার প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিকের ফলাফল। এবছর পরীক্ষার্থীর তালিকায় নাম রয়েছে অভিনেত্রী অনন্যা গুহর।  

2/6

পরীক্ষার ফল নিয়ে বেশ চিন্তিত ছিলেন অভিনেত্রী। পর্দায় বয়সে বড় নানা চরিত্রে অভিনয় করলেও এই স্কুলের গন্ডি পেরোলেন অনন্যা।  

3/6

কৃষ্ণকলি ধারাবাহিকের মুন্নি, মিঠাইয়ের পিংকি কিংবা কমলা ও শ্রীমান পৃথ্বীরাজের ছোট পিপি, চন্দ্রাবতী একাধিক ধারাবাহিকে দেখা গেছে অনন্যাকে।  

4/6

শিয়ালদহের লরেটো স্কুলের ছাত্রী ছিলেন অনন্যা। একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে ভূগোল, বাংলা, ইংরেজি, সমাজবিদ্যা ও কম্পিউটার নিয়ে পড়াশোনা করেছেন তিনি।   

5/6

অভিনেত্রী জানিয়েছেন, শুটিংয়ের ফাঁকে সময় পেলে তিনি বই খুলে পড়তে বসে যেতেন। যদিও পরীক্ষা দেওয়ার সময় তার কোনও চিন্তা ছিল না।  

6/6

৭৫ শতাংশ নম্বর পেয়ে পাস করেছেন অনন্যা। আগামী দিনে মিডিয়া সায়েন্স নিয়ে পড়তে চান তিনি।