পৃথিবীর বাইরে মহাকাশে নয়া 'সৌরজগত', মিলল বিশাল এক জলের দুনিয়া!

Dec 17, 2022, 14:36 PM IST
1/6

পৃথিবীর বাইরেও জল!

Twin Kepler Planets watery world 1

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মহাকাশে সৌরজগতের বাইরে আরও এক 'সৌরজগত'! যেখানে মিলল পৃথিবীর মতই দুটি গ্রহ! আর যে গ্রহে মিলল জলের সন্ধান! 

2/6

নয়া 'সৌরজগত'

Twin Kepler Planets watery world 2

নয়া এই 'সৌরজগতে' সূর্যের মতই রয়েছে একটি লাল বেঁটে নক্ষত্র। তাকে কেন্দ্র করেই প্রদক্ষিণ করছে যমজ গ্রহ দুটি। 

3/6

কী নাম যমজ গ্রহের?

Twin Kepler Planets watery world 3

জলে পরিপূর্ণ নতুন এই 'সৌরজগতের' যমজ গ্রহ দুটি।  জ্যোতির্বিজ্ঞানীরা এই দুই যমজ গ্রহের নাম দিয়েছেন কেপলার ১৩৮সি ও কেপলার ১৩৮ডি। 

4/6

বেশিরভাগটাই জল

Twin Kepler Planets watery world 4

পৃথিবীর মতই এই জোড়া গ্রহেরও বেশিরভাগটাই জল। আর বাকিটা পাথুরে বলে মনে করছেন জ্যোতির্বিজ্ঞানীরা। 

5/6

পৃথিবীর থেকে দেড় গুণ

Twin Kepler Planets watery world 5

আকারে এই দুই যমজ গ্রহ পৃথিবীর থেকে প্রায় দেড় গুণ বড়। নাসার কেপলার স্পেস টেলিস্কোপের ধরা পড়েছে এই নয়া 'সৌরজগত'।

6/6

২১৮ আলোকবর্ষ দূরে

Twin Kepler Planets watery world 6

লায়রা নামে একটি ছায়াপথে অবস্থিত নয়া এই 'সৌরজগত'। মহাকাশের জলের এই নয়া দুনিয়া পৃথিবী থেকে প্রায় ২১৮ আলোকবর্ষ দূরে অবস্থিত।