কোন পার্টিতে যোগ দিতে চান, নিজেই জানালেন ট্যুইঙ্কল খান্না

Apr 26, 2019, 22:46 PM IST
1/5

কোন পার্টিতে যোগ দিতে চান, নিজেই জানালেন ট্যুইঙ্কল খান্না

কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে শোনা গিয়েছিল অভিনেত্রী তথা লেখিকা ট্যুইঙ্কল খান্নার নাম। অক্ষয় কুমারকে দেওয়া এক সাক্ষাত্কারেই ট্যুইঙ্কলের নাম উল্লেখ করেছিলেন মোদী।

2/5

কোন পার্টিতে যোগ দিতে চান, নিজেই জানালেন ট্যুইঙ্কল খান্না

অক্ষয়-পত্নী তাঁর সরকারকে নিয়ে কী লেখেন, সেই বিষয়ে জানতে সোশ্যাল মিডিয়ায় নজর রাখেন মোদী। সেদিনের সাক্ষাত্কারে এমনটাই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী।

3/5

কোন পার্টিতে যোগ দিতে চান, নিজেই জানালেন ট্যুইঙ্কল খান্না

প্রধানমন্ত্রীর সেই বক্তব্য নিয়ে বিজেপি ট্যুইট করে। ওই ট্যুইটটি আবার রিট্যুইট করেছিলেন ট্যুইঙ্কল খান্না। সঙ্গে লিখেছিলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যকে তিনি ইতিবাচক হিসেবেই দেখছেন। কারণ, প্রধানমন্ত্রী তাঁর অস্তিত্বকে স্বীকার করেছেন। আর তাঁর লেখা প্রধানমন্ত্রী পড়েন।

4/5

কোন পার্টিতে যোগ দিতে চান, নিজেই জানালেন ট্যুইঙ্কল খান্না

এর পর থেকেই জল্পনা ছড়ায় যে অক্ষয়-পত্নী এবার বিজেপিতে নাম লেখাতে চলেছেন। সেই প্রশ্নের উত্তর অবশেষে মিলল ট্যুইঙ্কলের কাছ থেকে।

5/5

কোন পার্টিতে যোগ দিতে চান, নিজেই জানালেন ট্যুইঙ্কল খান্না

তিনি একটি ট্যুইটে লিখেছেন, “একটুও বেশি বা কম নয়। কোনও প্রতিক্রিয়াকে সমর্থন হিসেবে দেখা উচিত নয়। এই মুহূর্তে আমি এমন একটা পার্টিতে যোগ দিতে চাই, যেখানে প্রচুর পরিমণে ভদকা থাকবে। আর যার হ্যাংওভার থাকবে পরদিন সকালেও।”