ইউরো ২০২০-র যোগ্যতাপর্বে কঠিন গ্রুপে জার্মানি, সহজ গ্রুপে ফ্রান্স

| Dec 03, 2018, 13:18 PM IST
1/12

1

ইউরো ২০২০-র যোগ্যতাপর্বে কঠিন গ্রুপে জার্মানি, সহজ গ্রুপে ফ্রান্স

# রবিবার ডাবলিনে হয়ে গেল ২০২০ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের যোগ্যতাপর্বের ড্র অনুষ্ঠান। কোন গ্রুপে কোন কোন দল একবার দেখে নিন।    

2/12

2

ইউরো ২০২০-র যোগ্যতাপর্বে কঠিন গ্রুপে জার্মানি, সহজ গ্রুপে ফ্রান্স

# গ্রুপ-এ : ইংল্যান্ড, চেক প্রজাতন্ত্র, বুলগেরিয়া, মন্টেনেগ্রো, কসোভো  

3/12

3

ইউরো ২০২০-র যোগ্যতাপর্বে কঠিন গ্রুপে জার্মানি, সহজ গ্রুপে ফ্রান্স

# গ্রুপ-বি : পর্তুগাল, ইউক্রেন, সার্বিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ

4/12

4

ইউরো ২০২০-র যোগ্যতাপর্বে কঠিন গ্রুপে জার্মানি, সহজ গ্রুপে ফ্রান্স

# গ্রুপ-সি : নেদারল্যান্ডস, জার্মানি, নর্দান আয়ারল্যান্ড, এস্তোনিয়া, বেলারুশ

5/12

5

ইউরো ২০২০-র যোগ্যতাপর্বে কঠিন গ্রুপে জার্মানি, সহজ গ্রুপে ফ্রান্স

# গ্রুপ-ডি : সুইত্জারল্যান্ড, ডেনমার্ক, আয়ারল্যান্ড, জর্জিয়া, জিব্রাল্টার

6/12

6

ইউরো ২০২০-র যোগ্যতাপর্বে কঠিন গ্রুপে জার্মানি, সহজ গ্রুপে ফ্রান্স

# গ্রুপ-ই : ক্রোয়েশিয়া, ওয়েলস, স্লোভাকিয়া, হাঙ্গেরি, আজারবাইজান  

7/12

7

ইউরো ২০২০-র যোগ্যতাপর্বে কঠিন গ্রুপে জার্মানি, সহজ গ্রুপে ফ্রান্স

# গ্রুপ-এফ : স্পেন, সুইডেন, নরওয়ে, রোমানিয়া, ফারো আইল্যান্ডস, মালটা  

8/12

8

ইউরো ২০২০-র যোগ্যতাপর্বে কঠিন গ্রুপে জার্মানি, সহজ গ্রুপে ফ্রান্স

# গ্রুপ-জি : পোল্যান্ড, অস্ট্রিয়া, ইজরায়েল, স্লোভেনিয়া, ম্যাসেডোনিয়া, লাটভিয়া

9/12

9

ইউরো ২০২০-র যোগ্যতাপর্বে কঠিন গ্রুপে জার্মানি, সহজ গ্রুপে ফ্রান্স

# গ্রুপ-এইচ : ফ্রান্স, আইসল্যান্ড, তুরস্ক, আলবানিয়া, মলদোভা, অ্যান্ডোরা

10/12

10

ইউরো ২০২০-র যোগ্যতাপর্বে কঠিন গ্রুপে জার্মানি, সহজ গ্রুপে ফ্রান্স

# গ্রুপ-আই : বেলজিয়াম, রাশিয়া, স্কটল্যান্ড, সাইপ্রাস, কাজাখাস্তান, সান মারিনো  

11/12

11

ইউরো ২০২০-র যোগ্যতাপর্বে কঠিন গ্রুপে জার্মানি, সহজ গ্রুপে ফ্রান্স

# গ্রুপ-জে : ইতালি, বসনিয়া-হার্জেগোভিনা, ফিনল্যান্ড, গ্রিস, আর্মেনিয়া, লিচেনস্টাইন

12/12

12

ইউরো ২০২০-র যোগ্যতাপর্বে কঠিন গ্রুপে জার্মানি, সহজ গ্রুপে ফ্রান্স

# এই দশটি গ্রুপের প্রথম দুটি করে দল যাবে ইউরোর মূলপর্বে। আর বাকি চারটি দল ঠিক হবে উয়েফা নেশনস লিগের প্লে অফ থেকে। যা ২০২০ সালের মার্চ মাসে অনুষ্ঠিত হবে।