করোনা বিধি মেনে শহরে ইসকনের উল্টোরথ, মাসির বাড়ি থেকে ফিরলেন জগন্নাথ

Tue, 20 Jul 2021-8:54 pm,

নিজস্ব প্রতিবেদন: করোনার প্রকোপে জৌলুসহীন রথযাত্রা। উল্টোরথেও পরিস্থিতির তেমন হেরফের হল না। কলকাতায় ইসকনের রথে চেপে মাসির বাড়ি থেকে ফিরলেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। ভক্তদের ভিড় এড়াতে বেশ কিছুক্ষণ বন্ধ রাখা হল গুরুদয় রোডে ইসকন হাউসের দরজা।

 

করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার। এবছর রথযাত্রা স্থগিত রাখল মায়াপুরের ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনশাসনেস (ISCON)। নিয়মরক্ষার জন্য রথের দিন মন্দির চত্বরে রথে চাপিয়ে ঘোরা হয়েছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে। মন্দির চত্বরে ভক্তদের প্রবেশ ছিল নিষিদ্ধ। 

 

এদিন ছিল উল্টোরথ। সাতদিন পর মাসির বাড়ি থেকে  সপরিবারে জগন্নাথের বাড়ির ফেরার দিন। 

 

প্রতিবারে যেমন হয়, এবারও তেমনি বালিগঞ্জের গুরুসদয় রোডে ইসকন হাউস থেকে বেরিয়েছিল রথ। কিন্তু করোনাকালে নিয়মের কড়া ছিল যথেষ্টই।

 

করোনাবিধি উপেক্ষা করে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। জমায়েত এড়াতে বেশ কিছুক্ষণ জন্য বন্ধ রাখার ইসকন হাউসের গেট। ফলে অনেকেই জগন্নাথ দেবের দর্শন পাননি।

এরপর যখন জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে সঙ্গে রথ রাস্তায় বেরোয়, তখনই ইসকনের পক্ষ থেকে বারবার ভক্তদের অনুরোধ করা হয় কেউ যেন রথকে অনুসরণ না করেন। ৩০ মিনিটের পথ অতিক্রম করে রথযাত্রা শেষ হয়, মিন্টো পার্কের কাছে, অ্য়ালবার্ট রোডে ইসকন মন্দিরে।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link