Uma: মন্ডপেই ভাঙল বিয়ে! দিদির যোগ্য পাত্র খুঁজে পাবে উমা?

Nov 27, 2021, 16:58 PM IST
1/6

বিয়ে বাড়ি

Wedding

নিজস্ব প্রতিবেদন: উমা ধারাবাহিকে  চলছে বিয়েবাড়ি পর্ব। উমার দিদি সোমার বিয়ে। কিন্তু সেই বিয়েতে মত নেই উমার।   

2/6

বদ্ধপরিকর উমা

Uma's wish

উমার দিদির বিয়ে ভুল লোকের সঙ্গে হতে দেবে না উমা। যোগ্য বর খুঁজে ঐ মন্ডপেই দিদির বিয়ে দিতে বদ্ধপরিকর উমা।   

3/6

উমার দিদি

Soma, the bride

অন্যদিকে উমার দিদি সোমাও রাজি নয় এই বিয়েতে। তাঁর অমতেই বিয়ের আসর বসেছে।   

4/6

বিয়ের মন্ডপে

wedding bell

এরই মধ্যে উমা জানতে পারে যে সোমার যে পাত্র সে আগে থেকেই বিবাহিত। তাই দিদির বিয়ে আটকাতে চেষ্টা চালিয়ে যায় সে। এরই মাঝে মালাবদলও হয়ে যায় সোমার।   

5/6

উমার মা

Uma's Mother

উমা ও সোমার মা অনেকদিন ধরেই চেষ্টা চালাচ্ছেন মেয়ের বিয়ে দেওয়ার জন্য। কিন্তু বিয়ের সব ঠিক হওয়ার পরও বিপত্তির শেষ নেই।   

6/6

উমা কি পারবে?

Uma's will

উমাকে সাহায্য করতে এগিয়ে এসেছে অভিমন্যু। সে আর উমা মিলে কি বাঁচাতে পারবে সোমাকে? আদৌ কি সোমার জন্য পাত্র খুঁজে বের করতে পারবে উমা, তা সময়ের অপেক্ষা।